Breaking

Sunday, August 18, 2024

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১
ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১

01. নিম্নের কোন জাতীয় উদ্যান আসামে অবস্থিত নয়? A) Kaziranga National Park B) Manas National Park C) Mukundra Hills National Park D) Nameri National Park সঠিক উত্তর - C) Mukundra Hills National Park 02. FIH এর সদর দফতর কোথায় অবস্থিত? A) ওয়াশিংটন B) বেঙ্গালুরু C) সুইজারল্যান্ড D) নিউইয়র্ক সঠিক উত্তর - C) সুইজারল্যান্ড 03. পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? A) শতদ্রু B) নর্মদা C) কাবেরী D) দামোদর সঠিক উত্তর - D) দামোদর 04. পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? A) মহারাষ্ট্র B) অন্ধ্রপ্রদেশ C) মণিপুর D) কেরালা সঠিক উত্তর - B) অন্ধ্রপ্রদেশ 05. পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? A) বুধ B) শুক্র C) মঙ্গল D) বৃহস্পতি সঠিক উত্তর - B) শুক্র 06. কোন নদীকে আসামের জীবনরেখা বলা হয়? A) তিস্তা B) ব্রহ্মপুত্র C) মহানদী D) গঙ্গা সঠিক উত্তর - B) ব্রহ্মপুত্র 07. ত্রিম্বক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? A) মাহি B) গোদাবরী C) নর্মদা D) কৃষ্ণা সঠিক উত্তর - B) গোদাবরী 08. পশ্চিমবঙ্গের কটি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? A) ১ B) ২ C) ৩ D) ৪ সঠিক উত্তর - D) ৪ 09. কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে? A) বাংলাদেশ B) নেপাল C) ভুটান D) চিন সঠিক উত্তর - A) বাংলাদেশ 10. Betla National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত? A) হরিয়ানা B) গুজরাট C) ঝাড়খন্ড D) বিহার সঠিক উত্তর - C) ঝাড়খন্ড 11. স্লেট কি ধরনের শিলা? A) আগ্নেয় শিলা B) পাললিক শিলা A) রূপান্তরিত শিলা D) কোনোটিই নয় সঠিক উত্তর - A) রূপান্তরিত শিলা 12. Mudumalai National Park ভারতের কোন রাজ্যে রয়েছে? A) তামিলনাড়ু B) কর্ণাটক C) কেরল D) তেলেঙ্গানা সঠিক উত্তর - A) তামিলনাড়ু 13. মায়ানমারের মুদ্রার নাম কি? A) দিনার B) কিয়াত C) রুপি D) ইয়েন সঠিক উত্তর - B) কিয়াত 14. ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার কম? A) উত্তরপ্রদেশ B) বিহার C) রাজস্থান D) ওড়িশা সঠিক উত্তর - B) বিহার 15. Soochipara Waterfall ভারতের কোন রাজ্যে অবস্থিত? A) গোয়া B) অন্ধ্রপ্রদেশ C) কেরালা D) সিকিম সঠিক উত্তর - C) কেরালা 16. সৌরজগতের নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়? A) ইউরেনাস B) নেপচুন C) পৃথিবী D) শনি সঠিক উত্তর - C) পৃথিবী 17. কৃষ্ণরাজ সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? A) কর্ণাটক B) মহারাষ্ট্র C) মধ্যপ্রদেশ D) অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর - A) কর্ণাটক 18. ভারতের উত্তরতম বিন্দু কোনটি? A) কিবিথু B) ইন্দিরা পয়েন্ট C) গুহরমতি D) ইন্দিরা কল সঠিক উত্তর - D) ইন্দিরা কল 19. শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? A) মহানন্দা B) তিস্তা C) জলঢাকা D) মাথাভাঙ্গা সঠিক উত্তর - A) মহানন্দা 20. বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? A) ট্রপোস্ফিয়ার B) স্ট্র্যাটোস্ফিয়ার C) মেসোস্ফিয়ার D) অ্যাস্থেনোস্ফিয়ার সঠিক উত্তর - A) ট্রপোস্ফিয়ার

No comments:

Post a Comment