Breaking

Monday, August 19, 2024

ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১

ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১
ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১

01. প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা কে?
A) বানভট্ট
B) হর্ষবর্ধন
C) কালিদাস
D) পাণিনি
সঠিক উত্তর: B) হর্ষবর্ধন

02. বিক্রমশিলা বিদ্যালয়ের কে প্রতিষ্ঠা করেন?
A) গোপাল
B) ধর্মপাল
C) মহিপাল
D) গোবিন্দ পাল
সঠিক উত্তর: B) ধর্মপাল

03. নিচের মধ্যে কে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?
A) রাজা জগন্নাথ সিংহ
B) হরিমোহন রায়
C) বিনয় সেন
D) মানবেন্দ্র দাস
সঠিক উত্তর: A) রাজা জগন্নাথ সিংহ

04. পাল যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন?
A) সন্ধ্যাকর নন্দী
B) বল্লাল সেন
C) লক্ষণ সেন
D) বানভট্ট
সঠিক উত্তর: A) সন্ধ্যাকর নন্দী

05. কাদম্বরী উপন্যাসের রচয়িতা-
A) হর্ষবর্ধন
B) বাণভট্ট
C) কলহন
D) পাণিনি
সঠিক উত্তর: B) বাণভট্ট

06. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
A) লক্ষণ সেন
B) বল্লাল সেন
C) বিজয় সেন
D) গৌতম পাল
সঠিক উত্তর: B) বল্লাল সেন

07. হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন-
A) দীনবন্ধু মিত্র
B) মহাত্মা গান্ধী
C) বি. আর. আম্বেদকর
D) এদের কেউই নন
সঠিক উত্তর: B) মহাত্মা গান্ধী

08. পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়?
A) ১৭৬২ সালে
B) ১৭৬১ সালে
C) ১৭৬০ সালে
D) ১৭৫৩ সালে
সঠিক উত্তর: B) ১৭৬১ সালে

09. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
A) লর্ড ডালহৌসি
B) লর্ড কর্নওয়ালিস
C) ওয়ারেন হেস্টিংস
D) লর্ড ক্যানিং
সঠিক উত্তর: C) ওয়ারেন হেস্টিংস

10. প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ?
A) ১৭৭৫ - ১৭৮২
B) ১৮০৩ - ১৮০৫
C) ১৮১৭ - ১৮১৮
D) ১৮১৯ - ১৮২৩
সঠিক উত্তর: A) ১৭৭৫ - ১৭৮২

11. দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেন?
A) লর্ড ক্লাইভ
B) ওয়ারেন হেস্টিংস
C) লর্ড ওয়েলেসলি
D) লর্ড কার্জন
সঠিক উত্তর: B) ওয়ারেন হেস্টিংস

12. উডের নির্দেশনামা কবে প্রকাশিত হয়?
A) ১৮৫০ খ্রিস্টাব্দে
B) ১৮৫২ খ্রিস্টাব্দে
C) ১৮৫৩ খ্রিস্টাব্দে
D) ১৮৫৪ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: D) ১৮৫৪ খ্রিস্টাব্দে

13. দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন?
A) রবিকীর্তি
B) বাণভট্ট
C) জয়দেব
D) অশ্বঘোষ
সঠিক উত্তর: A) রবিকীর্তি

14. শশাঙ্কের রাজধানী কোথায় অবস্থিত ছিল?
A) কর্ণসুবর্ণ
B) রাজগৃহ
C) পাটলিপুত্র
D) উজ্জয়নী
সঠিক উত্তর: A) কর্ণসুবর্ণ

15. বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে?
A) বরাহমিহির
B) হরিসেন
C) নাগার্জুন
D) আর্য ভট্ট
সঠিক উত্তর: A) বরাহমিহির

16. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে প্রণয়ন করেন?
A) লর্ড ওয়েলেসলি
B) লর্ড কার্জন
C) লর্ড রিপন
D) লর্ড লিটন
সঠিক উত্তর: D) লর্ড লিটন

17. গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
A) মথুরা
B) তক্ষশীলা
C) রাজপুর
D) কৌশাম্বী
সঠিক উত্তর: B) তক্ষশীলা

18. তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত?
A) ১৯৩০ সালে
B) ১৯৩১ সালে
C) ১৯৩২ সালে
D) ১৯৩৩ সালে
সঠিক উত্তর: C) ১৯৩২ সালে

19. পঞ্চাশের মন্বন্তর কবে হয়েছিল?
A) ১৯৪১ সালে
B) ১৯৪৫ সালে
C) ১৯৪৩ সালে
D) ১৯৪৭ সালে
সঠিক উত্তর: C) ১৯৪৩ সালে

20. হরিষেণ কার সভাকবি ছিলেন?
A) সাতকর্ণী
B) সমুদ্র গুপ্ত
C) ধর্মপাল
D) দ্বিতীয় মহিপাল
সঠিক উত্তর: B) সমুদ্র গুপ্ত

No comments:

Post a Comment