ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১
ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১
01. প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা কে?
A) বানভট্ট
B) হর্ষবর্ধন
C) কালিদাস
D) পাণিনি
সঠিক উত্তর: B) হর্ষবর্ধন
02. বিক্রমশিলা বিদ্যালয়ের কে প্রতিষ্ঠা করেন?
A) গোপাল
B) ধর্মপাল
C) মহিপাল
D) গোবিন্দ পাল
সঠিক উত্তর: B) ধর্মপাল
03. নিচের মধ্যে কে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?
A) রাজা জগন্নাথ সিংহ
B) হরিমোহন রায়
C) বিনয় সেন
D) মানবেন্দ্র দাস
সঠিক উত্তর: A) রাজা জগন্নাথ সিংহ
04. পাল যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন?
A) সন্ধ্যাকর নন্দী
B) বল্লাল সেন
C) লক্ষণ সেন
D) বানভট্ট
সঠিক উত্তর: A) সন্ধ্যাকর নন্দী
05. কাদম্বরী উপন্যাসের রচয়িতা-
A) হর্ষবর্ধন
B) বাণভট্ট
C) কলহন
D) পাণিনি
সঠিক উত্তর: B) বাণভট্ট
06. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
A) লক্ষণ সেন
B) বল্লাল সেন
C) বিজয় সেন
D) গৌতম পাল
সঠিক উত্তর: B) বল্লাল সেন
07. হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন-
A) দীনবন্ধু মিত্র
B) মহাত্মা গান্ধী
C) বি. আর. আম্বেদকর
D) এদের কেউই নন
সঠিক উত্তর: B) মহাত্মা গান্ধী
08. পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়?
A) ১৭৬২ সালে
B) ১৭৬১ সালে
C) ১৭৬০ সালে
D) ১৭৫৩ সালে
সঠিক উত্তর: B) ১৭৬১ সালে
09. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
A) লর্ড ডালহৌসি
B) লর্ড কর্নওয়ালিস
C) ওয়ারেন হেস্টিংস
D) লর্ড ক্যানিং
সঠিক উত্তর: C) ওয়ারেন হেস্টিংস
10. প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ?
A) ১৭৭৫ - ১৭৮২
B) ১৮০৩ - ১৮০৫
C) ১৮১৭ - ১৮১৮
D) ১৮১৯ - ১৮২৩
সঠিক উত্তর: A) ১৭৭৫ - ১৭৮২
11. দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেন?
A) লর্ড ক্লাইভ
B) ওয়ারেন হেস্টিংস
C) লর্ড ওয়েলেসলি
D) লর্ড কার্জন
সঠিক উত্তর: B) ওয়ারেন হেস্টিংস
12. উডের নির্দেশনামা কবে প্রকাশিত হয়?
A) ১৮৫০ খ্রিস্টাব্দে
B) ১৮৫২ খ্রিস্টাব্দে
C) ১৮৫৩ খ্রিস্টাব্দে
D) ১৮৫৪ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: D) ১৮৫৪ খ্রিস্টাব্দে
13. দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন?
A) রবিকীর্তি
B) বাণভট্ট
C) জয়দেব
D) অশ্বঘোষ
সঠিক উত্তর: A) রবিকীর্তি
14. শশাঙ্কের রাজধানী কোথায় অবস্থিত ছিল?
A) কর্ণসুবর্ণ
B) রাজগৃহ
C) পাটলিপুত্র
D) উজ্জয়নী
সঠিক উত্তর: A) কর্ণসুবর্ণ
15. বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে?
A) বরাহমিহির
B) হরিসেন
C) নাগার্জুন
D) আর্য ভট্ট
সঠিক উত্তর: A) বরাহমিহির
16. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে প্রণয়ন করেন?
A) লর্ড ওয়েলেসলি
B) লর্ড কার্জন
C) লর্ড রিপন
D) লর্ড লিটন
সঠিক উত্তর: D) লর্ড লিটন
17. গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
A) মথুরা
B) তক্ষশীলা
C) রাজপুর
D) কৌশাম্বী
সঠিক উত্তর: B) তক্ষশীলা
18. তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত?
A) ১৯৩০ সালে
B) ১৯৩১ সালে
C) ১৯৩২ সালে
D) ১৯৩৩ সালে
সঠিক উত্তর: C) ১৯৩২ সালে
19. পঞ্চাশের মন্বন্তর কবে হয়েছিল?
A) ১৯৪১ সালে
B) ১৯৪৫ সালে
C) ১৯৪৩ সালে
D) ১৯৪৭ সালে
সঠিক উত্তর: C) ১৯৪৩ সালে
20. হরিষেণ কার সভাকবি ছিলেন?
A) সাতকর্ণী
B) সমুদ্র গুপ্ত
C) ধর্মপাল
D) দ্বিতীয় মহিপাল
সঠিক উত্তর: B) সমুদ্র গুপ্ত
No comments:
Post a Comment