Breaking

Wednesday, August 21, 2024

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২

01. আল-বিরুনি কার সময়ে ভারতে এসেছিলেন?
A) সুলতান মাহমুদ
B) ধননন্দ
C) হর্ষবর্ধন
D) চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর: A) সুলতান মাহমুদ

02. ফা-হিয়েন কার আমলে ভারতে এসেছিলেন?
A) হর্ষবর্ধন
B) সমুদ্রগুপ্ত
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) কণিষ্ক
সঠিক উত্তর: C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

03. বি. আর. আম্বেদকর সংবিধানের কোন অনুচ্ছেদকে "Heart and Soul" বলেছেন?
A) ৩০
B) ৩২
C) ৩৫
D) ৩৬
সঠিক উত্তর: B) ৩২

04. রামচরিতমানস কার লেখা?
A) কলহন
B) সন্ধ্যাকর নন্দী
C) তুলসীদাস
D) কালিদাস
সঠিক উত্তর: C) তুলসীদাস

05. নন্দ বংশের আগে কোন বংশ শাসন করেছিল?
A) গুপ্ত বংশ
B) হর্ষঙ্ক বংশ
C) শিশুনাগ বংশ
D) মৌর্য বংশ
সঠিক উত্তর: C) শিশুনাগ বংশ

06. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন?
A) বালগঙ্গাধর তিলক
B) লালা লাজপত রায়
C) সুভাষচন্দ্র বসু
D) রাসবিহারী বসু
সঠিক উত্তর: C) সুভাষচন্দ্র বসু

07. ইম্পিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে?
A) ৬০ নং
B) ৬১ নং
C) ৬২ নং
D) ৬৩ নং
সঠিক উত্তর: B) ৬১ নং

08. গান্ধীজীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল?
A) ভারত ছাড়ো আন্দোলন
B) অসহযোগ আন্দোলন
C) লবণ সত্যাগ্রহ
D) চম্পারন আন্দোলন
সঠিক উত্তর: B) অসহযোগ আন্দোলন

09. কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন?
A) ঔরঙ্গজেব
B) অশোক
C) অজাতশত্রু
D) বিম্বিসার
সঠিক উত্তর: A) ঔরঙ্গজেব

10. খালসা শব্দের অর্থ কি?
A) গ্রন্থ
B) পবিত্র
C) প্রতিনিধি
D) শিষ্য
সঠিক উত্তর: B) পবিত্র

11. ওয়াভেল পরিকল্পনা হয়েছিল কত সালে?
A) ১৯২৩ সালে
B) ১৯৩৬ সালে
C) ১৯৪৫ সালে
D) ১৯৫৫ সালে
সঠিক উত্তর: C) ১৯৪৫ সালে

12. কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন?
A) অজাতশত্রু
B) শশাঙ্ক
C) বিন্দুসার
D) বিম্বিসার
সঠিক উত্তর: C) বিন্দুসার

13. সাইমন কমিশন কত সালে গঠন করা হয়েছিল?
A) ১৯২৭ সালে
B) ১৯৩৬ সালে
C) ১৯৫৬ সালে
D) ১৯৮১ সালে
সঠিক উত্তর: A) ১৯২৭ সালে

14. গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে তৈরি করেছিলেন?
A) কণিষ্ক
B) শেরশাহ
C) শাহজাহান
D) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: B) শেরশাহ

15. মহারাজাধিরাজ নামে কে পরিচিত ছিলেন?
A) অশোক
B) বিম্বিসার
C) প্রথম চন্দ্রগুপ্ত
D) অজাতশত্রু
সঠিক উত্তর: C) প্রথম চন্দ্রগুপ্ত

16. সাইমন কমিশনের মোট সদস্য কতজন ছিলেন?
A) ৫ জন
B) ৬ জন
C) ৭ জন
D) ৮ জন
সঠিক উত্তর: C) ৭ জন

17. রত্নাবলী গ্রন্থের রচয়িতা কে?
A) হর্ষবর্ধন
B) কালিদাস
C) চাণক্য
D) বরাহমিহির  
সঠিক উত্তর: A) হর্ষবর্ধন

18. ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে?
A) মেগাস্থেনিস
B) কলহন
C) ফা-হিয়েন
D) আর্যভট্ট
সঠিক উত্তর: A) মেগাস্থেনিস

19. ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন?
A) লর্ড পেথিক লরেন্স
B) স্যার স্টাফোর্ড ক্রিপস
C) লর্ড ডাফরিন
D) এ ভি আলেকজান্ডার
সঠিক উত্তর: A) লর্ড পেথিক লরেন্স

20. বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ করা হয়েছিল?
A) ১২ ডিসেম্বর, ১৯১১ সালে
B) ১০ই ডিসেম্বর, ১৯২৪ সালে
C) ১৫ই ডিসেম্বর, ১৯৩৫ সালে
D) ১১ই ডিসেম্বর, ১৯৪১ সালে
সঠিক উত্তর: A) ১২ ডিসেম্বর, ১৯১১ সালে

No comments:

Post a Comment