Breaking

Thursday, August 22, 2024

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩

01. পাট্টা ও কবুলিয়ত প্রথা কে প্রবর্তন করেন ?
A) ঔরঙ্গজেব
B) আকবর
C) শেরশাহ
D) শিবাজী
সঠিক উত্তর: শেরশাহ

02. মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল—
A) দিল্লি
B) মিরাট 
C) ঢাকা
D) এলাহাবাদ
সঠিক উত্তর: ঢাকা

03. গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?
A) পাল বংশের
B) বান বংশের
C) পল্লব বংশের
D) প্রতিহার বংশের
সঠিক উত্তর: পাল বংশের

04. কোন গ্রন্থে নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ বর্ণিত আছে ?
A) আনন্দমঠ
B) নীলদর্পণ
C) দীনবন্ধু
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: নীলদর্পণ

05. "যারা বৃষ্টিতে ভিজে ছিল" কে লিখেছেন ?
A) জয়দেব
B) জয় গোস্বামী
C) রত্নেশ্বর হাজরা
D) বেলাল চৌধুরী
সঠিক উত্তর: জয় গোস্বামী

06. আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন ?
A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) পুরু
C) বিম্বিসার
D) ধননন্দ
সঠিক উত্তর: ধননন্দ

07. কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন ?
A) রাজরাজ
B) রাজেন্দ্র
C) রাজাধীরাজ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: রাজেন্দ্র

08. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ?
A) 1920 খ্রিস্টাব্দে
B) 1935 খ্রিস্টাব্দে
C) 1930 খ্রিস্টাব্দে
D) 1942 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1930 খ্রিস্টাব্দে

09. ভারতীয় গণমাধ্যমের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন ?
A) বিজয় যোশী 
B) কে.সি.রায়
C) অভীক সরকার
D) এন.কে.সিং
সঠিক উত্তর: অভীক সরকার

10. জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত ?
A) সাধারণ পরিষদ
B) নিরাপত্তা পরিষদ
C) আন্তর্জাতিক আদালত
D) ট্রাস্টি পরিষদ
সঠিক উত্তর: সাধারণ পরিষদ

11. মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে ?
A) 1929 সালে
B) 1934 সালে
C) 1942 সালে 
D) 1931 সালে
সঠিক উত্তর: 1929 সালে

12. কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
A) 1823
B) 1835
C) 1840
D) 1857
সঠিক উত্তর: 1835

13. পাল বংশ কোথায় রাজত্ব করেছিল ?
A) মধ্যপ্রদেশে
B) দিল্লিতে
C) মহারাষ্ট্রে
D) বিহারে 
সঠিক উত্তর: বিহারে

14. দিল্লির প্রাচীন নাম কী ?
A) পটলিপুত্র
B) অযোধ্যা
C) ইন্দ্রপ্রস্থ
D) গয়া
সঠিক উত্তর: ইন্দ্রপ্রস্থ

15. কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিল ?
A) আকবর
B) শাহজাহান
C) জাহাঙ্গীর
D) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: শাহজাহান

16. সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত ?
A) 70 বছর
B) 65 বছর
C) 62 বছর
D) 60 বছর
সঠিক উত্তর: 65 বছর

17. "ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি" কে প্রতিষ্ঠা করেছিলেন ?
A) সুভাষচন্দ্র বোস
B) চিত্তরঞ্জন দাস
C) সূর্য সেন
D) রাসবিহারী বোস
সঠিক উত্তর: সূর্য সেন

18. অজন্তা গুহাচিত্র গুলি কোন বংশের ?
A) গুপ্ত বংশ
B) মৌর্য বংশ
C) পাল বংশ
D) রাষ্ট্রকূট বংশ
সঠিক উত্তর: গুপ্ত বংশ

19. রত্নাবলী কে রচনা করেন ?
A) কালিদাস
B) হর্ষবর্ধন
C) হরিসেন
D) ভার্বি
সঠিক উত্তর: হর্ষবর্ধন

20. আনন্দমঠ -এর রচয়িতা কে ?
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D) স্বামী বিবেকানন্দ
সঠিক উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

No comments:

Post a Comment