Breaking

Friday, August 30, 2024

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৪

01. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?
A) ৪ ঠা জানুয়ারি
B) ২৩ শে ফেব্রুয়ারি
C) ৪ ঠা মার্চ
D) ৫ ই জুন
সঠিক উত্তর: ৫ ই জুন

02. সুলতানি যুগের ভাষা কী ছিল ?
A) উর্দু
B) আরবি
C) হিন্দি
D) ফারসী
সঠিক উত্তর: ফারসী

03. রাজশেখর বসুর ছদ্মনাম কী ?
A) ভানুসিংহ
B) বীরবল
C) পরশুরাম
D) বনফুল
সঠিক উত্তর: পরশুরাম

04. সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
A) কালিদাস
B) বিজয়গুপ্ত
C) হরিষেন
D) বসুবন্ধু
সঠিক উত্তর: হরিষেন

05. ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত ছিলেন ?
A) মাদাম কামা
B) মাতঙ্গিনী হাজরা
C) সরোজিনী নাইডু
D) কুমুদিনী মিত্র
সঠিক উত্তর: সরোজিনী নাইডু

06. হিন্দু কলেজের বর্তমান নাম কী ?
A) হিন্দু কলেজ
B) বেথুন কলেজ 
C) প্রেসিডেন্সি ইউনিভার্সিটি 
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

07. "পাট্টা ও কবুলিয়ৎ" প্রথা কে প্রবর্তন করেন ?
A) ঔরঙ্গজেব
B) শেরশাহ
C) আকবর
D) শিবাজী
সঠিক উত্তর: শেরশাহ

08. আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন ?
A) নেতাজি সুভাষচন্দ্র বসু
B) লালা হরদয়াল
C) রাসবিহারী বোস
D) মোহন সিং
সঠিক উত্তর: রাসবিহারী বোস

09. "স্বদেশ বান্ধব সমিতি" কে প্রতিষ্ঠা করেন ?
A) পুলিন দাস
B) অশ্বিনী কুমার দত্ত
C) সূর্য সেন
D) বারিন্দ্র ঘোষ
সঠিক উত্তর: অশ্বিনী কুমার দত্ত

10. রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামটি ব্যবহার করতেন তা হল ?
A) ভানুসিংহ
B) পরশুরাম
C) বীরবল
D) বনফুল
সঠিক উত্তর: ভানুসিংহ

11. ভারতের লৌহ মানব নামে কে পরিচিত ছিলেন ?
A) সর্দার বল্লভ ভাই প্যাটেল
B) সতীশ চন্দ্র বসু
C) জওহরলাল নেহেরু
D) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
সঠিক উত্তর: সর্দার বল্লভ ভাই প্যাটেল

12. গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন ?
A) কল্পনা দত্ত
B) প্রীতিলতা ওয়াদ্দেদার
C) বীণা দাস
D) মাতঙ্গিনী হাজরা
সঠিক উত্তর: মাতঙ্গিনী হাজরা

13. চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন ?
A) ক্ষুদিরাম বসু
B) সতীশ বসু
C) সূর্য সেন
D) অশ্বিনী দত্ত
সঠিক উত্তর: সূর্য সেন

14. ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনে স্থায়ী সভাপতি কে ছিলেন ?
A) জওহরলাল নেহেরু
B) মহাত্মা গান্ধী
C) কে.এন. মুন্সী
D) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
সঠিক উত্তর: ডঃ রাজেন্দ্রপ্রসাদ

15. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
A) লর্ড বেন্টিংক
B) লর্ড ক্যানিং
C) লর্ড ওয়েলেসলি
D) লর্ড হেস্টিংস
সঠিক উত্তর: লর্ড ক্যানিং

16. কেকের দেশ কাকে বলা হয় ?
A) স্কটল্যান্ডকে
B) আমেরিকাকে
C) আয়ারল্যান্ডকে
D) ভারতবর্ষকে
সঠিক উত্তর: স্কটল্যান্ডকে

17. ভারতীয় বিপ্লবীদের জননী রূপে কে খ্যাত ছিলেন ?
A) মাদাম কামা
B) মাতঙ্গিনী হাজরা
C) ভগিনী নিবেদিতা
D) অ্যানি বেসান্ত
সঠিক উত্তর: মাদাম কামা

18. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি ?
A) ভারত সভা
B) ভারতের জাতীয় কংগ্রেস
C) বঙ্গভাষা প্রকাশিকা সভা
D) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
সঠিক উত্তর: ভারত সভা

19. নীলদর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন ?
A) মাইকেল মধুসূদন দত্ত
B) গিরিশচন্দ্র ঘোষ
C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D) দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

20. "বন্দেমাতরম" কে রচনা করেছিলেন ?
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) রজনীকান্ত সেন
D) অবনীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

21. কে বিন্ধ্য অধিপতি নামে পরিচিত ?
A) অশোক
B) চন্দ্রগুপ্ত মৌর্য
C) গৌতমীপুত্র সাতকর্ণী
D) শিমুখ
সঠিক উত্তর: গৌতমীপুত্র সাতকর্ণী

22. এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা হয়েছে ?
A) হর্ষবর্ধন
B) কনিষ্ক
C) অশোক
D) সমুদ্রগুপ্ত
সঠিক উত্তর: সমুদ্রগুপ্ত

23. ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কী ?
A) রাজতরঙ্গিনী
B) মহাভারত
C) রামায়ণ
D) বেদ
সঠিক উত্তর: বেদ

24. হিন্দু কলেজ স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে ?
A) 1817 খ্রিস্টাব্দে
B) 1856 খ্রিস্টাব্দে
C) 1905 খ্রিস্টাব্দে
D) 1918 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1817 খ্রিস্টাব্দে

25. গৌতম বুদ্ধের পুত্রের নাম কী ছিল ?
A) রাহুল
B) আনন্দ
C) মহেন্দ্র
D) উপালি
সঠিক উত্তর: রাহুল

No comments:

Post a Comment