Math bengali question answer part 01
Math bengali question answer part 01 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি Math bengali question answer part 01 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের Math bengali question answer part 01 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
Math bengali question answer part 01
01. 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরো 150 জন যোগ দেয়, তবে ওই সময় পরিমাণ খাদ্যে চলবে—
A) 25 দিন
B) 10 দিন
C) 22 দিন
D) 35 দিন
সঠিক উত্তর: 22 দিন
02. একটি তাৎযন্ত্র প্রতি সেকেন্ড 0.128 মিটার কাপড় বোনে। 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটির কত সেকেন্ড সময় লাগবে ?
A) 200 সেকেন্ড
B) 195 সেকেন্ড
C) 170 সেকেন্ড
D) 220 সেকেন্ড
সঠিক উত্তর: 195 সেকেন্ড
03. একটি আয়তাকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 6:5 । যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তবে আয়তাকার প্লটটির পরিসীমা কত ?
A) 408 মিটার
B) 748 মিটার
C) 814 মিটার
D) 374 মিটার
সঠিক উত্তর: 748 মিটার
04. কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়। কত বছরে তা সুদে-মূলে 8 গুণ হবে ?
A) 12 বছর
B) 28 বছর
C) 8 বছর
D) 24 বছর
সঠিক উত্তর: 28 বছর
05. পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুউত্তীর্ণ হয়েছে। উক্ত পরীক্ষায় মোট নম্বর কত?
A) 750
B) 800
C) 650
D) 550
সঠিক উত্তর: 800
06. বাবার বয়স মেয়ের চারগুণ। যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের তিনগুণ হয়, তবে আরও 5 বছর পরে, তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন?
A)1.5 গুণ
B) 2 গুণ
C) 2.5 গুণ
D) 3 গুণ
সঠিক উত্তর: 2.5 গুণ
07. একটি দুই অংক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8। যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয়, তখন সংখ্যাটির অঙ্কুর দয়ের স্থান পরিবর্তন হয়। সংখ্যাটি কত ?
A) 24
B) 81
C) 18
D) 32
সঠিক উত্তর: 24
08. তিনটি সংখ্যার সমষ্টি 136। যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে এই দ্বিতীয় সংখ্যাটি হল—
A) 48
B) 60
C) 40
D) 52
সঠিক উত্তর: 60
09. ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে?
A) 12 সেকেন্ড
B) 18 সেকেন্ড
C) 10 সেকেন্ড
D) 15 সেকেন্ড
সঠিক উত্তর: 10 সেকেন্ড
10. ‘A’একটি কাজ 12 দিনে করতে পারে। ‘A’এবং ‘B’কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে 8 দিন। যদি একা ‘B’কাজটা করতে চাই তাহলে তার কতদিন সময় লাগবে?
A) 18 দিন
B) 28 দিন
C) 15 দিন
D) 24 দিন
সঠিক উত্তর: 24 দিন
11. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কুরদ্বয়ের সমষ্টি 12 এবং পার্থক্য 6। দুই অংক বিশিষ্ট সংখ্যাটি কত?
A) 75
B) 93
C) 60
D) 84
সঠিক উত্তর: 93
12. পাঁচটি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড-এর ব্যবধানে বাঁজতে শুরু করে। এক ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে ?
A) 8
B) 12
C) 5
D) 10
সঠিক উত্তর: 10
13. সচিন তেন্ডুলকরের 11 ইনিংসের একটি নির্দিষ্ট রান রয়েছে। 12 তম ইনিংসে তিনি 120 রান করেছেন এবং তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, তার নতুন গড় কত ?
A) 62
B) 66
C) 60
D) 65
সঠিক উত্তর: 65
14. তিনটি সংখ্যার গড় 77। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। সংখ্যা তিনটি নির্ণয় করুন—
A) 88,44,22
B) 132,66,33
C) 44,22,11
D) 40,20,10
সঠিক উত্তর: 132,66,33
15. একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে?
A) 6.5
B) 7
C) 6.75
D) 6.25
সঠিক উত্তর: 6.25
16. একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন। সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত ?
A) 680 টাকা
B) 612 টাকা
C) 720 টাকা
D) টাকা 600
সঠিক উত্তর: 612 টাকা
17. 700 টাকা রাম, সেম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং সিয়াম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত ?
A) 300 টাকা
B) 400 টাকা
C) 500 টাকা
D) 200 টাকা
সঠিক উত্তর: 400 টাকা
18. দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13। সংখ্যা দুটির গুণফল নির্ণয় করুন ?
A) 114
B) 315
C) 325
D) 104
সঠিক উত্তর: 114
19. কোন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী কলারসিপ পায়নি ?
A) 72%
B) 50%
C) 76%
D) 75%
সঠিক উত্তর: 76%
20. 8,24,36 এবং 54-র ল.সা.গু কত ?
A) 105
B) 216
C) 432
D) 54
সঠিক উত্তর: 216
21. কোন আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% পেলে তার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ হলো—
A) 42%
B) 46%
C) 40%
D) 44%
সঠিক উত্তর: 44%
22. নিম্নলিখিত বছরগুলি বিবেচনা করুন—
1600,1700,1800,1900,2000,2100,2200,2300 এবং 2400 এদের মধ্যে কতগুলি লিপ-ইয়ার আছে ?
A) 3
B) 6
C) 4
D) 9
সঠিক উত্তর: 3
23. একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায়, সেই সংজ্ঞা লি তৃণমূল করা হয় তবে তা 75 হয়। সংখ্যাটি কত ?
A) 10
B) 12
C) 14
D) 8
সঠিক উত্তর: 8
24. 45 কিমি/ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করুন ?
A) 225 মিটার
B) 245 মিটার
C) 250 মিটার
D) 200 মিটার
সঠিক উত্তর: 245 মিটার
25. একটি নল কোন ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। প্যান্টি অর্ধপূর্ণ হলে, এরকম আরো তিনটি নল খুলে দেওয়া হয়। ট্যাংকি পূর্ণ করতে মোট কত সময় লাগবে ?
A) 3 ঘন্টা 45 মিনিট
B) 4 ঘন্টা 15 মিনিট
C) 3 ঘন্টা 15 মিনিট
D) 4 ঘন্টা
সঠিক উত্তর: 3 ঘন্টা 45 মিনিট
No comments:
Post a Comment