ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১
ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১ |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১
10. ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডঃ বি আর আম্বেদকর সংবিধানের "হৃদয় ও আত্মা" বলেছেন ?
A) 19 নং ধারা
B) 14 নং ধারা
C) 32 নং ধারা
D) 356 নং ধারা
সঠিক উত্তর: 32 নং ধারা
02. ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ?
A) প্রধানমন্ত্রী
B) ভারতের রাষ্ট্রপতি
C) প্রতিরক্ষা মন্ত্রী
D) স্থলবাহিনীর প্রধান
সঠিক উত্তর: ভারতের রাষ্ট্রপতি
03. নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল ?
A) 42 তম সংশোধন
B) 56 তম সংশোধন
C) 44 তম সংশোধন
D) এটি কখনোই সংশোধিত হয়নি
সঠিক উত্তর: 42 তম সংশোধন
04. কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় ?
A) অনুচ্ছেদ 362
B) অনুচ্ছেদ 370
C) অনুচ্ছেদ 368
D) অনুচ্ছেদ 360
সঠিক উত্তর: অনুচ্ছেদ 368
05. তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয় ?
A) 1952
B) 1977
C) 2000
D) 2005
সঠিক উত্তর: 2005
06. রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধান কে ?
A) রাষ্ট্রপতি
B) মুখ্যমন্ত্রী
C) উপরাষ্ট্রপতি
D) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: মুখ্যমন্ত্রী
07. অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন ?
A) স্পিকার
B) রাজ্যপাল
C) রাষ্ট্রপতি
D) মুখ্যমন্ত্রী
সঠিক উত্তর: স্পিকার
08. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে ?
A) তিন
B) পাঁচ
C) দুই
D) চার
সঠিক উত্তর: তিন
09. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
A) জি এম পাঠক
B) ভি ভি গিরি
C) সর্বপল্লী রাধাকৃষ্ণন
D) ড. জাকির হোসেন
সঠিক উত্তর: সর্বপল্লী রাধাকৃষ্ণন
10. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
A) মহাত্মা গান্ধী
B) ইন্দিরা গান্ধী
C) জওহরলাল নেহেরু
D) রাজেন্দ্র প্রসাদ
সঠিক উত্তর: জওহরলাল নেহেরু
11. নিজের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ?
A) সাইমন কমিশন
B) ক্রিপস মিশন
C) ক্যাবিনেট মিশন পরিকল্পনা
D) ওয়াভেল পরিকল্পনা
সঠিক উত্তর: ক্যাবিনেট মিশন পরিকল্পনা
12. পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কত দিন কাজ চালাতে পারেন ?
A) তিন মাস
B) ছয় মাস
C) দুই বছর
D) এক বছর
সঠিক উত্তর: ছয় মাস
13. লোকসভার অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন ?
A) 60 জন
B) 65 জন
C) 55 জন
D) 50 জন
সঠিক উত্তর: 50 জন
14. ভারতের কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা করা হয় ?
A) 1862
B) 1866
C) 1870
D) 1864
সঠিক উত্তর: 1862
15. উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয় ?
A) 30 বছর
B) 40 বছর
C) 25 বছর
D) 35 বছর
সঠিক উত্তর: 35 বছর
16. মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন ?
A) রাষ্ট্রপতি
B) মুখ্যমন্ত্রী
C) লোকসভা
D) রাজ্যসভা
সঠিক উত্তর: লোকসভা
17. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি ?
A) কলকাতা হাইকোর্ট
B) বোম্বে হাইকোর্ট
C) মাদ্রাজ হাইকোর্ট
D) এলাহাবাদ হাইকোর্ট
সঠিক উত্তর: কলকাতা হাইকোর্ট
18. ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার সংস্থান আছে ?
A) 5
B) 3
C) 2
D) 4
সঠিক উত্তর: 3
19. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে ?
A) 31
B) 14
C) 300A
D) 37
সঠিক উত্তর: 300A
20. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে ?
A) 103 তম
B) 108 তম
C) 102 তম
D) 100 তম
সঠিক উত্তর: 100 তম
21. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা ?
A) রাজ্যসভা দ্বারা
B) লোকসভা দ্বারা
C) সংসদের সদস্য দ্বারা
D) সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা
সঠিক উত্তর: সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা
22. ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
A) কর্ণাটক
B) জম্মু ও কাশ্মীর
C) পশ্চিমবঙ্গ
D) আসাম
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর
23. ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পূনর্গঠন হয়েছিল ?
A) পশ্চিমবঙ্গ
B) কর্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ
24. কোন রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সম্মতির প্রয়োজন হয় ?
A) ত্রিপুরা
B) ওড়িশা
C) জম্মু ও কাশ্মীর
D) নাগাল্যান্ড
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর
25. লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন ?
A) এস নটরাজন
B) হুকুম সিং
C) ভি. এস. ধীলন
D) জি.ভি. মাভালঙ্কার
সঠিক উত্তর: জি.ভি. মাভালঙ্কার
No comments:
Post a Comment