Breaking

Monday, September 2, 2024

ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১

ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১
ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১

10. ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডঃ বি আর আম্বেদকর সংবিধানের "হৃদয় ও আত্মা" বলেছেন ?
A) 19 নং ধারা
B) 14 নং ধারা
C) 32 নং ধারা
D) 356 নং ধারা
সঠিক উত্তর: 32 নং ধারা

02. ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ?
A) প্রধানমন্ত্রী
B) ভারতের রাষ্ট্রপতি
C) প্রতিরক্ষা মন্ত্রী
D) স্থলবাহিনীর প্রধান
সঠিক উত্তর: ভারতের রাষ্ট্রপতি 

03. নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল ?
A) 42 তম সংশোধন
B) 56 তম সংশোধন
C) 44 তম সংশোধন
D) এটি কখনোই সংশোধিত হয়নি
সঠিক উত্তর: 42 তম সংশোধন

04. কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় ?
A) অনুচ্ছেদ 362
B) অনুচ্ছেদ 370
C) অনুচ্ছেদ 368
D) অনুচ্ছেদ 360
সঠিক উত্তর: অনুচ্ছেদ 368

05. তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয় ?
A) 1952
B) 1977
C) 2000
D) 2005
সঠিক উত্তর: 2005

06. রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধান কে ?
A) রাষ্ট্রপতি
B) মুখ্যমন্ত্রী
C) উপরাষ্ট্রপতি
D) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: মুখ্যমন্ত্রী

07. অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন ?
A) স্পিকার
B) রাজ্যপাল
C) রাষ্ট্রপতি
D) মুখ্যমন্ত্রী
সঠিক উত্তর: স্পিকার

08. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে ?
A) তিন
B) পাঁচ
C) দুই
D) চার
সঠিক উত্তর: তিন

09. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
A) জি এম পাঠক
B) ভি ভি গিরি
C) সর্বপল্লী রাধাকৃষ্ণন
D) ড. জাকির হোসেন
সঠিক উত্তর: সর্বপল্লী রাধাকৃষ্ণন

10. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
A) মহাত্মা গান্ধী
B) ইন্দিরা গান্ধী
C) জওহরলাল নেহেরু
D) রাজেন্দ্র প্রসাদ
সঠিক উত্তর: জওহরলাল নেহেরু

11. নিজের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ?
A) সাইমন কমিশন
B) ক্রিপস মিশন
C) ক্যাবিনেট মিশন পরিকল্পনা
D) ওয়াভেল পরিকল্পনা
সঠিক উত্তর: ক্যাবিনেট মিশন পরিকল্পনা

12. পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কত দিন কাজ চালাতে পারেন ?
A) তিন মাস
B) ছয় মাস
C) দুই বছর
D) এক বছর
সঠিক উত্তর: ছয় মাস

13. লোকসভার অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন ?
A) 60 জন
B) 65 জন
C) 55 জন
D) 50 জন
সঠিক উত্তর: 50 জন

14. ভারতের কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা করা হয় ?
A) 1862
B) 1866
C) 1870
D) 1864
সঠিক উত্তর: 1862

15. উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয় ?
A) 30 বছর
B) 40 বছর
C) 25 বছর
D) 35 বছর
সঠিক উত্তর: 35 বছর

16. মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন ?
A) রাষ্ট্রপতি
B) মুখ্যমন্ত্রী
C) লোকসভা
D) রাজ্যসভা
সঠিক উত্তর: লোকসভা

17. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি ?
A) কলকাতা হাইকোর্ট
B) বোম্বে হাইকোর্ট
C) মাদ্রাজ হাইকোর্ট
D) এলাহাবাদ হাইকোর্ট
সঠিক উত্তর: কলকাতা হাইকোর্ট

18. ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার সংস্থান আছে ?
A) 5
B) 3
C) 2
D) 4
সঠিক উত্তর: 3

19. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে ?
A) 31
B) 14
C) 300A
D) 37
সঠিক উত্তর: 300A

20. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে ?
A) 103 তম
B) 108 তম
C) 102 তম
D) 100 তম
সঠিক উত্তর: 100 তম

21. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা ?
A) রাজ্যসভা দ্বারা
B) লোকসভা দ্বারা
C) সংসদের সদস্য দ্বারা
D) সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা
সঠিক উত্তর: সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা

22. ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
A) কর্ণাটক
B) জম্মু ও কাশ্মীর
C) পশ্চিমবঙ্গ
D) আসাম
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর

23. ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পূনর্গঠন হয়েছিল ?
A) পশ্চিমবঙ্গ
B) কর্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ

24. কোন রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সম্মতির প্রয়োজন হয় ?
A) ত্রিপুরা
B) ওড়িশা
C) জম্মু ও কাশ্মীর
D) নাগাল্যান্ড
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর

25. লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন ?
A) এস নটরাজন
B) হুকুম সিং
C) ভি. এস. ধীলন
D) জি.ভি. মাভালঙ্কার
সঠিক উত্তর: জি.ভি. মাভালঙ্কার

No comments:

Post a Comment