Breaking

Thursday, October 17, 2024

সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৪ | General science in bengali part- 04

সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৪ | General science in bengali part- 04
সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৪ | General science in bengali part- 04
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৪ | General science in bengali part- 04 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৪ | General science in bengali part- 04 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৪

01. গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়?
A) যকৃত
B) বৃক্ক
C) রক্তরস
D) অগ্নাশয়
সঠিক উত্তর: যকৃত

02. সূর্যের রশ্মী প্রিজমে পতিত হলে কয়টি বর্ণ দেখা যায়?
A) ৩ টি
B) ৫ টি
C) ৭ টি
D) ৯ টি
সঠিক উত্তর: ৭ টি

03. জিপসাম কোন ধাতুর আকরিক?
A) লোহা
B) সোডিয়াম
C) ক্যালসিয়াম
D) ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: ক্যালসিয়াম

04. রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়?
A) কন্ডাকটর
B) ভেক্টর
C) ট্রান্সমিটার
D) কোনটিই নয়
সঠিক উত্তর: ভেক্টর

05. চুনাপাথরের রাসায়নিক নাম কি?
A) ক্যালসিয়াম কার্বনেট
B) পারদ
C) সিলভার নাইট্রেট
D) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
সঠিক উত্তর: ক্যালসিয়াম কার্বনেট

06. ফিতাকৃমি কোন ধরনের প্রাণী?
A) মৃতজীবী
B) আংশিক পরজীবী
C) বহি পরজীবী
D) অন্তঃপরজীবী
সঠিক উত্তর: অন্তঃপরজীবী

07. পেন্সিলের শীষ তৈরি হয় কি থেকে?
A) গ্রাফাইট থেকে
B) কয়লা থেকে
C) কার্বন থেকে
D) উপরিউক্ত সবগুলো থেকেই
সঠিক উত্তর: গ্রাফাইট থেকে

08. তাপের অধিকতম সুপরিবাহী ধাতু কোনটি?
A) তামা
B) লোহা
C) সিলিকন
D) ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: তামা

09. ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
A) ৭৮
B) ৯২
C) ৯৫
D) ৯৭
সঠিক উত্তর: ৯২

10. ত্বরণের একক কি?
A) ভোল্ট
B) মিটার
C) সেকেন্ড
D) মিটার/সেকেন্ড²
সঠিক উত্তর: মিটার/সেকেন্ড²

11. চুনে জল দিলে কি ঘটে?
A) ভৌত পরিবর্তন
B) কোনো বিক্রিয়া ঘটে না
C) রাসায়নিক পরিবর্তন
D) কোনোটিই সঠিক নয়
সঠিক উত্তর: রাসায়নিক পরিবর্তন

12. মাংসল পদ কোন প্রাণীর গমন অঙ্গ?
A) অ্যামিবা
B) জোঁক
C) শামুক
D) অক্টোপাস
সঠিক উত্তর: শামুক

13. রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাধাকে কি বলে?
A) পায়কিলোসাইট
B) ডায়াপেডেসিস
C) থ্রমবোসিস
D) প্রোথ্রোম্বিন
সঠিক উত্তর: থ্রমবোসিস

14. বাষ্পমোচন কখন ঘটে?
A) দিনে
B) রাতে
C) সন্ধ্যায়
D) সকালে
সঠিক উত্তর: দিনে

15. পেশীর আবরণীকে কী বলা হয়?
A) সারকোলেমা
B) মেনিনজেস
C) পেলিকল
D) পেরিমাইসিয়াম
সঠিক উত্তর: সারকোলেমা

16. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়?
A) পাতা
B) কান্ড
C) ছাল
D) ফুল
সঠিক উত্তর: ছাল

17. রাশি কত প্রকার?
A) ২ প্রকার
B) ৩ প্রকার
C) ৪ প্রকার
D) ৫ প্রকার
সঠিক উত্তর: ২ প্রকার

18. প্রবাহমাত্রা পরিমাপের একক কোনটি?
A) মিটার
B) ডেসিবল
C) হার্জ
D) অ্যাম্পিয়ার
সঠিক উত্তর: অ্যাম্পিয়ার

19. ক্লোরোফিলে কোন ধাতু থাকে?
A) ক্যালশিয়াম
B) লোহা
C) ম্যাগনেশিয়াম 
D) সালফার
সঠিক উত্তর: ম্যাগনেশিয়াম

20. গয়টার কিসের অভাবে হয়?
A) ভিটামিন
B) আয়োডিন
C) প্রোটিন
D) ক্যালসিয়াম
সঠিক উত্তর: আয়োডিন

No comments:

Post a Comment