Breaking

Monday, October 21, 2024

সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৫ | General science in bengali part- 05

সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৫ | General science in bengali part- 05
সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৫ | General science in bengali part- 05
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৫ | General science in bengali part- 05 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৫ | General science in bengali part- 05 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

সাধারণ বিজ্ঞান বাংলা পর্ব ০৫

01. পদার্থের ধর্মের ভিত্তিতে কত ভাগে ভাগ করা যায়? A) 2 B) 3 C) 5 D) 7 সঠিক উত্তর: 3 02. নিম্নলিখিত কোন আয়নটি সমুদ্রজলে সবচেয়ে কম আছে? A) পটাশিয়াম B) ক্যালসিয়াম C) ব্রোমাইড D) ম্যাগনেসিয়াম সঠিক উত্তর: ব্রোমাইড 03. আর্সেনিক একপ্রকার— A) ধাতুকল্প B) অধাতু C) ধাতু D) ধাতবমল সঠিক উত্তর: ধাতুকল্প 04. ধাতু গল্পের মধ্যে থাকে— A) ধাতুর বৈশিষ্ট্য B) অধাতুর বৈশিষ্ট্য C) ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য D)  নতুন বৈশিষ্ট্য সঠিক উত্তর: ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য 05. সারা পৃথিবীপৃষ্ঠে প্রতি বর্গ সেমিতে কত লিটার জল রয়েছে? A) 240 B) 273 C) 260 D) 293 সঠিক উত্তর: 240 06. লিথোস্ফিয়ার পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় কত কিমি গভীর পর্যন্ত রয়েছে? A) 25 B) 30 C) 35 D) 40 সঠিক উত্তর: 30 07. নিচের কোন চকচকে অধাতু? A) অক্সিজেন B) সালফার C) গ্রাফাইট D) ক্লোরিন সঠিক উত্তর: ক্লোরিন 08. সবচেয়ে হালকা ধাতু কোনটি? A) Li B) Mg C) Na D) Be সঠিক উত্তর: Mg 09. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন? A) Mg এর দহন B) Pt তারের দহন C) লোহায় মরিচা পড়া D) দাবানল সঠিক উত্তর: দাবানল 10. রক্ত কি ধরনের মিশ্রণ? A) প্রকৃত দ্রবণ B) কলয়েড দ্রবণ C) সাসপেনশন D) কোনোটিই নয় সঠিক উত্তর: প্রকৃত দ্রবণ 11. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির জলের দ্রাব্যতা তাপমাত্রা বাড়ালে কমে? A) চিনি B) খাদ্যলবণ C) কলিচুন D) সোডা সঠিক উত্তর: খাদ্যলবণ 12. দ্রাব ও দ্রাবকের পরিমাণের উপর নির্ভর করে কত ভাগে ভাগ করা যায়? A) 3 B) 4 C) 5 D) 6 সঠিক উত্তর: 3 13. তরল দ্রাবকে গ্যাসের দ্রবণে চাপ এর প্রভাব সংক্রান্ত সূত্রটি কার? A) নিউটনের B) বয়েলের C) চার্লসের D) হেনরীর সঠিক উত্তর: চার্লসের 14. তরলে কঠিন দ্রবণের দ্রাব্যতার সাথে উষ্ণতার সম্পর্ক কিরূপ— A) সমানুপাতিক B) ব্যস্তানুপাতিক C) প্রথমে সমানুপাতিক পরে ব্যস্তানুপাতিক D) কোনোটিই নয় সঠিক উত্তর: সমানুপাতিক 15. দ্রবণ কোন ধরনের পদার্থ? A) মিশ্র পদার্থ B) মৌলিক পদার্থ C) যৌগিক পদার্থ D) কোনোটিই নয় সঠিক উত্তর: মিশ্র পদার্থ 16. নিম্নের কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র আবিষ্কার করেন? A) নিউল্যান্ড B) ডোবেনিয়ার C) মেন্ডেলিফ D) বোর সঠিক উত্তর: মেন্ডেলিফ 17. আধুনিক দীর্ঘ পর্যায়ের সূত্র ও নিম্নের কিসের ভিত্তিতে করা হয়েছে? A) পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে B) পারমাণবিক সংখ্যার ভিত্তিতে C) মৌলের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে D) উপরের সবকটির ভিত্তিতে সঠিক উত্তর: পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে 18. নিম্নলিখিত মৌল গুলির মধ্যে কোন মৌলের পরমাণুর আকার সবচেয়ে বড়? A) Li B) Be C) B D) C সঠিক উত্তর: C 19. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে মৌলের সংখ্যা কত? A) 105 B) 109 C) 108 D) 110 সঠিক উত্তর: 108 20. বিরল মৃত্তিকা বা ল্যান্থানাইডস মৌলের সংখ্যা কত? A) 14 B) 15 C) 13 D) 16 সঠিক উত্তর: 16

No comments:

Post a Comment