ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬ |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬
01. ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
A) মেঘালয়
B) দেরাদুন
C) এলাহাবাদ
D) কেরল
সঠিক উত্তর: দেরাদুন
02. নন্দাদেবী পর্বতশৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত?
A) ত্রিপুরা
B) তেলেঙ্গানা
C) রাজস্থান
D) উত্তরাখন্ড
সঠিক উত্তর: উত্তরাখন্ড
03. রেলেপাথরের রূপান্তরিত রূপ কি?
A) স্লেট
B) কোয়ার্টজাইট
C) নিস
D) মার্বেল
সঠিক উত্তর: কোয়ার্টজাইট
04. City of Destiny ভারতের কোন শহরকে বলা হয়?
A) শ্রীনগর
B) বিশাখাপত্তনম
C) বেঙ্গালুরু
D) আজমের
সঠিক উত্তর: বিশাখাপত্তনম
05. GPS এর ফুল ফর্ম কি?
A) গ্লোবাল প্রজেন্ট সিস্টেম
B) গ্লোবাল পজিশনিং সিস্টেম
C) গ্লোবাল পার্সোনাল সিস্টেম
D) গ্লোবাল পারমিশন সিস্টেম
সঠিক উত্তর: গ্লোবাল পজিশনিং সিস্টেম
06. কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
A) মেঘালয়
B) রাজস্থান
C) অন্ধ্রপ্রদেশ
D) হরিয়ানা
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ
07. কে প্রথম সৌরকলঙ্ক আবিস্কার করেন?
A) এডমন্ড হ্যালি
B) গ্যালিলিও গ্যালিলাই
C) অ্যারিস্টারকাস
D) নিকোলাস কোপারনিকাস
সঠিক উত্তর: গ্যালিলিও গ্যালিলাই
08. ধানসিঁড়ি কোন নদীর উপনদী?
A) রূপনারায়ণ
B) গঙ্গা
C) সিন্ধু
D) ব্রহ্মপুত্র
সঠিক উত্তর: ব্রহ্মপুত্র
09. ভারতের কমলালেবুর শহর বলা হয়?
A) বেঙ্গালুরুকে
B) আমেদাবাদকে
C) কোয়েম্বাটুরকে
D) নাগপুরকে
সঠিক উত্তর: নাগপুরকে
10. ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয়?
A) চিত্রকূট জলপ্রপাতকে
B) কুঞ্চিকল জলপ্রপাতকে
C) ধুয়াধার জলপ্রপাতকে
D) হুড্রু জলপ্রপাতকে
সঠিক উত্তর: চিত্রকূট জলপ্রপাতকে
11. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
A) অ্যাঞ্জেল ফলস
B) তুগেলা জলপ্রপাত
C) ধুয়াধার জলপ্রপাত
D) হুড্রু জলপ্রপাত
সঠিক উত্তর: অ্যাঞ্জেল ফলস
12. নন্দনকানন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
A) অসম
B) ওড়িশা
C) মিজোরাম
D) কেরালা
সঠিক উত্তর: ওড়িশা
13. মাজুলী দ্বীপ কোন নদীতে অবস্থিত?
A) ব্রহ্মপুত্র নদীতে
B) গঙ্গা নদীতে
C) কৃষ্ণা নদীতে
D) কাবেরী নদীতে
সঠিক উত্তর: ব্রহ্মপুত্র নদীতে
14. দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়?
A) কুলিক নদী
B) গোদাবরী নদী
C) মহানন্দা নদী
D) দামোদর নদী
সঠিক উত্তর: গোদাবরী নদী
15. বাজরা উৎপাদনে কোন রাজ্য প্রথম?
A) গুজরাট
B) মধ্যপ্রদেশ
C) রাজস্থান
D) পশ্চিমবঙ্গ
সঠিক উত্তর: রাজস্থান
16. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি?
A) নন্দাদেবী
B) নীলগিরি
C) মানস
D) কানহা
সঠিক উত্তর: নীলগিরি
17. দুধসাগর জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) মেঘালয়
B) কর্ণাটক
C) মহারাষ্ট্র
D) গোয়া
সঠিক উত্তর: গোয়া
18. মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
A) গঙ্গা
B) কাবেরী
C) নর্মদা
D) তাপ্তি
সঠিক উত্তর: নর্মদা
19. পান্না হীরক খনি ভারতের কোথায় অবস্থিত?
A) বিহার
B) উত্তরপ্রদেশ
C) মধ্যপ্রদেশ
D) হরিয়ানা
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ
20. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়?
A) কোয়েম্বাটুর
B) বেঙ্গালুরু
C) মুম্বাই
D) চেন্নাই
সঠিক উত্তর: বেঙ্গালুরু
Read more :: ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫
No comments:
Post a Comment