ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৭ |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৭ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৭ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৭
01. বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমন্ডল প্রধানত কি উপাদানে গঠিত—
উত্তর: লোহা ও নিকেল।
02. পৃথিবীর কেন্দ্রমন্ডলের তাপমাত্রা প্রায়—
উত্তর: 4000°C
03. কোন শিলার মধ্যে জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে—
উত্তর: বেলেপাথর।
04. পৃথিবীর কোন দেশকে 'পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ' (epitome of the world) আখ্যা দেওয়া হয়—
উত্তর: ভারত।
05. 'রিকটার স্কেলে' কি পরিমাপ করা হয়—
উত্তর: ভূমিকম্পের তীব্রতা।
06. কোন সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়—
উত্তর: সারগোসা সমুদ্র।
07. চীনে ঘূর্ণবাত কি নামে পরিচিত?
উত্তর: টাইফুন।
08. ভারতের কোন অঞ্চলে বছরের দুবার বৃষ্টি হয়?
উত্তর: তামিলনাড়ু।
09. গ্রীস্মের শেষে বর্ষার শুরুতে মৌসুমী বায়ু কোন দিক থেকে ভারতে প্রবেশ করে?
উত্তর: দক্ষিণ-পশ্চিম।
10. পশ্চিমবঙ্গের অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে বলা হয়—
উত্তর: আশ্বিনের ঝড়।
11. সিরোজেম কী?
উত্তর: মরু অঞ্চলের মাটি।
12. একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ দাও?
উত্তর: শাল।
13. এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম—
উত্তর: ম্যানগ্রোভ।
14. ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়?
উত্তর: সুন্দরী গাছে।
15. পৃথিবীর একটি স্থান ও তার প্রতিপাদস্থানের মধ্যে সময়ের ব্যবধান কত?
উত্তর: 12 ঘন্টা।
16. ক্রোনোমিটার সাধারণত নিম্নলিখিত কোনটির সময়ে অনুসারে চলে?
উত্তর: গ্রিনিচের সময়।
17. কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান?
উত্তর: বিষুবরেখা।
18. কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত?
উত্তর: 24 মিনিট।
19. কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে?
উত্তর: বেরিং প্রণালী।
20. কোন অঞ্চলের রাসায়নিক আবহবিকার এর প্রভাব সাধারণত বেশি?
উত্তর: উষ্ণ আদ্র অঞ্চল।
Read more :: ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬
No comments:
Post a Comment