Breaking

Sunday, October 13, 2024

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬

01. খেদা সত্যাগ্রহ কত সালে হয়েছিল?
A) ১৯১৮ সালে
B) ১৯২৯ সালে
C) ১৯৩১ সালে
D) ১৯৪২ সালে
সঠিক উত্তর:  ১৯১৮ সালে

02. সেন বংশের শেষ সম্রাট কে ছিলেন?
A) সামন্ত সেন
B) লক্ষণ সেন
C) বিজয় সেন
D) হেমন্ত সেন
সঠিক উত্তর: লক্ষণ সেন

03. আলিনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
A) ১৭৪৭ সালে
B) ১৭৫৭ সালে
C) ১৭৬৭ সালে
D) ১৭৭৭ সালে
সঠিক উত্তর: ১৭৫৭ সালে

04. কুরু মহাজনপদের রাজধানীর নাম কি?
A) কৌশাম্বি
B) শ্রাবস্তী
C) তক্ষশীলা
D) ইন্দ্রপ্রস্থ
সঠিক উত্তর: ইন্দ্রপ্রস্থ

05. মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) কুতুবউদ্দীন আইবক
B) সুলতান মাহমুদ
C) রাজিয়া সুলতানা
D) ইলতুৎমিস
সঠিক উত্তর: কুতুবউদ্দীন আইবক

06. কারেঙ্গে ইয়া মারেঙ্গে- উক্তিটি গান্ধীজীর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত?
A) অসহযোগ আন্দোলন
B) ডান্ডি পদযাত্রা
C) ভারতছাড়ো আন্দোলন
D) চম্পারণ আন্দোলন
সঠিক উত্তর: ভারতছাড়ো আন্দোলন

07. ১৯৩১ সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A) লন্ডনে
B) প্যারিসে
C) নিউইয়র্কে
D) যুক্তরাষ্ট্রে
সঠিক উত্তর: লন্ডনে

08. ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন?
A) মাওলানা হাসরাত মোহানি
B) বটুকেশ্বর দত্ত
C) বাল গঙ্গাধর তিলক
D) সুভাষচন্দ্র বসু
সঠিক উত্তর: মাওলানা হাসরাত মোহানি

09. কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল?
A) লর্ড ওয়েলেসলি
B) লর্ড বেন্টিঙ্ক
C) লর্ড ডালহৌসি
D) লর্ড ক্যানিং
সঠিক উত্তর: লর্ড ক্যানিং

10. অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়?
A) ১৯১২ সালে
B) ১৯২০ সালে
C) ১৯২২ সালে
D) ১৯৩০ সালে
সঠিক উত্তর: ১৯২০ সালে

11. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়?
A) ১৭৭৮ সালে
B) ১৭৯৩ সালে  
C) ১৮১১ সালে
D) ১৮৩১ সালে
সঠিক উত্তর: ১৭৯৩ সালে

12. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A) কেশবচন্দ্র সেন
B) উমেশচন্দ্র দত্ত
C) দেবেন্দ্রনাথ ঠাকুর
D) গিরিশচন্দ্র ঘোষ
সঠিক উত্তর: উমেশচন্দ্র দত্ত

13. কোন রাজার আমলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
A) কণিষ্ক
B) অজাতশত্রু
C) অশোক
D) বিম্বিসার
সঠিক উত্তর: অশোক

14. বাংলার অগ্নিকন্যা কাকে বলা হয়?
A) প্রীতিলতা ওয়াদ্দেদার
B) মাতঙ্গিনী হাজরা
C) কাদম্বিনী বসু
D) কল্পনা দত্ত
সঠিক উত্তর: কল্পনা দত্ত

15. মহাত্মা গান্ধী কোন আশ্রম থেকে ডান্ডি পদযাত্রার শুরু করেন?
A) স্বামী দয়ানন্দ আশ্রম
B) ভোলাগিরি আশ্রম
C) শিবানন্দ আশ্রম
D) সবরমতী আশ্রম
সঠিক উত্তর: সবরমতী আশ্রম

16. ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A) কাজী নজরুল ইসলাম
B) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
C) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
D) ঈশ্বরচন্দ্র গুপ্ত
সঠিক উত্তর: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

17. কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল?
A) পলাশীর যুদ্ধ
B) পানিপথের প্রথম যুদ্ধ
C) হলদিঘাটের যুদ্ধ
D) পানিপথের দ্বিতীয় যুদ্ধ
সঠিক উত্তর: পলাশীর যুদ্ধ

18. ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয়?
A) ১৬ই আগস্ট
B) ১৫ই সেপ্টেম্বর
C) ২রা অক্টোবর
D) ৩১শে অক্টোবর
সঠিক উত্তর: ৩১শে অক্টোবর

19. India of my dreams-গ্রন্থের রচয়িতা কে?
A) সুভাষচন্দ্র বসু
B) মহাত্মা গান্ধী
C) রাসবিহারী বসু
D) রাজা রামমোহন রায়
সঠিক উত্তর: মহাত্মা গান্ধী

20. কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্টিত হয়েছিল?
A) লর্ড মাউন্টব্যাটেন
B) লর্ড ডাফরিন
C) ওয়ারেন হেস্টিংস
D) লর্ড ডালহৌসি
সঠিক উত্তর: লর্ড ডাফরিন

No comments:

Post a Comment