ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬ |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৬
01. খেদা সত্যাগ্রহ কত সালে হয়েছিল?
A) ১৯১৮ সালে
B) ১৯২৯ সালে
C) ১৯৩১ সালে
D) ১৯৪২ সালে
সঠিক উত্তর: ১৯১৮ সালে
02. সেন বংশের শেষ সম্রাট কে ছিলেন?
A) সামন্ত সেন
B) লক্ষণ সেন
C) বিজয় সেন
D) হেমন্ত সেন
সঠিক উত্তর: লক্ষণ সেন
03. আলিনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
A) ১৭৪৭ সালে
B) ১৭৫৭ সালে
C) ১৭৬৭ সালে
D) ১৭৭৭ সালে
সঠিক উত্তর: ১৭৫৭ সালে
04. কুরু মহাজনপদের রাজধানীর নাম কি?
A) কৌশাম্বি
B) শ্রাবস্তী
C) তক্ষশীলা
D) ইন্দ্রপ্রস্থ
সঠিক উত্তর: ইন্দ্রপ্রস্থ
05. মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) কুতুবউদ্দীন আইবক
B) সুলতান মাহমুদ
C) রাজিয়া সুলতানা
D) ইলতুৎমিস
সঠিক উত্তর: কুতুবউদ্দীন আইবক
06. কারেঙ্গে ইয়া মারেঙ্গে- উক্তিটি গান্ধীজীর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত?
A) অসহযোগ আন্দোলন
B) ডান্ডি পদযাত্রা
C) ভারতছাড়ো আন্দোলন
D) চম্পারণ আন্দোলন
সঠিক উত্তর: ভারতছাড়ো আন্দোলন
07. ১৯৩১ সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A) লন্ডনে
B) প্যারিসে
C) নিউইয়র্কে
D) যুক্তরাষ্ট্রে
সঠিক উত্তর: লন্ডনে
08. ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন?
A) মাওলানা হাসরাত মোহানি
B) বটুকেশ্বর দত্ত
C) বাল গঙ্গাধর তিলক
D) সুভাষচন্দ্র বসু
সঠিক উত্তর: মাওলানা হাসরাত মোহানি
09. কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল?
A) লর্ড ওয়েলেসলি
B) লর্ড বেন্টিঙ্ক
C) লর্ড ডালহৌসি
D) লর্ড ক্যানিং
সঠিক উত্তর: লর্ড ক্যানিং
10. অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়?
A) ১৯১২ সালে
B) ১৯২০ সালে
C) ১৯২২ সালে
D) ১৯৩০ সালে
সঠিক উত্তর: ১৯২০ সালে
11. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়?
A) ১৭৭৮ সালে
B) ১৭৯৩ সালে
C) ১৮১১ সালে
D) ১৮৩১ সালে
সঠিক উত্তর: ১৭৯৩ সালে
12. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A) কেশবচন্দ্র সেন
B) উমেশচন্দ্র দত্ত
C) দেবেন্দ্রনাথ ঠাকুর
D) গিরিশচন্দ্র ঘোষ
সঠিক উত্তর: উমেশচন্দ্র দত্ত
13. কোন রাজার আমলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
A) কণিষ্ক
B) অজাতশত্রু
C) অশোক
D) বিম্বিসার
সঠিক উত্তর: অশোক
14. বাংলার অগ্নিকন্যা কাকে বলা হয়?
A) প্রীতিলতা ওয়াদ্দেদার
B) মাতঙ্গিনী হাজরা
C) কাদম্বিনী বসু
D) কল্পনা দত্ত
সঠিক উত্তর: কল্পনা দত্ত
15. মহাত্মা গান্ধী কোন আশ্রম থেকে ডান্ডি পদযাত্রার শুরু করেন?
A) স্বামী দয়ানন্দ আশ্রম
B) ভোলাগিরি আশ্রম
C) শিবানন্দ আশ্রম
D) সবরমতী আশ্রম
সঠিক উত্তর: সবরমতী আশ্রম
16. ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A) কাজী নজরুল ইসলাম
B) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
C) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
D) ঈশ্বরচন্দ্র গুপ্ত
সঠিক উত্তর: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
17. কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল?
A) পলাশীর যুদ্ধ
B) পানিপথের প্রথম যুদ্ধ
C) হলদিঘাটের যুদ্ধ
D) পানিপথের দ্বিতীয় যুদ্ধ
সঠিক উত্তর: পলাশীর যুদ্ধ
18. ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয়?
A) ১৬ই আগস্ট
B) ১৫ই সেপ্টেম্বর
C) ২রা অক্টোবর
D) ৩১শে অক্টোবর
সঠিক উত্তর: ৩১শে অক্টোবর
19. India of my dreams-গ্রন্থের রচয়িতা কে?
A) সুভাষচন্দ্র বসু
B) মহাত্মা গান্ধী
C) রাসবিহারী বসু
D) রাজা রামমোহন রায়
সঠিক উত্তর: মহাত্মা গান্ধী
20. কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্টিত হয়েছিল?
A) লর্ড মাউন্টব্যাটেন
B) লর্ড ডাফরিন
C) ওয়ারেন হেস্টিংস
D) লর্ড ডালহৌসি
সঠিক উত্তর: লর্ড ডাফরিন
Read more : ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৫
No comments:
Post a Comment