Breaking

Thursday, October 17, 2024

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৭

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৭
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৭
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৭ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৭ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৭

01. 'ত্রিপিটক' কোন ধর্মের পবিত্র গ্রন্থ ? A) হিন্দু B) জৈন C) বৌদ্ধ D) খ্রিষ্টান সঠিক উত্তর: বৌদ্ধ 02. প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? A) পাটলিপুত্র B) রাজগৃহ C) কনৌজ D) সাচী সঠিক উত্তর: রাজগৃহ 03. কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? A) অজাতশত্রু B) অশোক C) হর্ষবর্ধন D) কনিষ্ক সঠিক উত্তর: অজাতশত্রু 04. সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন ? A) অশ্বঘোষ B) বসুমিত্র C) উপগুপ্ত D) নাগার্জুন সঠিক উত্তর: উপগুপ্ত 05. নিচের কোন জৈন মন্দির শহর হিসেবে পরিচিত? A) আমেদাবাদ B) গিরনার C) রাজগীর D) এর কোনোটিই নয় সঠিক উত্তর: গিরনার 06. ২৪ জন জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্ম গুরু কে ছিলেন ? A) মহাবীর B) বসুমিত্র C) ঋষভ D) এর কেউই নয় সঠিক উত্তর: মহাবীর 07. কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রথম ভারতে এবং ভারতের বাইরে সুপ্রসারিত হয়? A) অশোক B) কনিষ্ক C) হর্ষবর্ধন D) চন্দ্রগুপ্ত সঠিক উত্তর: অশোক 08. বুদ্ধদেব কোথায় নির্বাণলাভ করেন ? A) বৌদ্ধগয়া B) সারনাথ C) কুশীনগর D) সাচি সঠিক উত্তর: কুশীনগর 09. জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? A) বৈশালী B) সারনাথ C) রাজগৃহ D) শ্রাবস্তী সঠিক উত্তর: বৈশালী 10. নিচের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন নি? A) হর্ষবর্ধন B) কনিষ্ক C) অশোক D) সমুদ্রগুপ্ত সঠিক উত্তর: সমুদ্রগুপ্ত 11. হর্ষবর্ধনের রাজত্বকালে মহামোহক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হত? A) পুরুষপুর B) সাঁচি C) নালন্দা D) প্রয়াগ সঠিক উত্তর: প্রয়াগ 12. প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন ? A) কনিষ্ক B) হর্ষবর্ধনা C) অশোক D) সমুদ্রগুপ্ত সঠিক উত্তর: কনিষ্ক 13. মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায়? A) মৌর্য B) কুশান C) প্রাক-আর্য D) বৈদিক সঠিক উত্তর: প্রাক-আর্য 14. বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের? A) চীন B) সুমাত্রা C) তিব্বত D) মালয়েশিয়া সঠিক উত্তর: তিব্বত 15. কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রাধান্য পেয়েছিল? A) সমুদ্রগুপ্ত B) চন্দ্রগুপ্ত মৌর্য C) হর্ষবর্ধন D) অশোক সঠিক উত্তর: অশোক 16. কবে মহেন-জো-দারো আবিষ্কৃত হয়? A) 1882 খ্রিস্টাব্দে B) 1892 খ্রিস্টাব্দে C) 1922 খ্রিস্টাব্দে D) 1932 খ্রিস্টাব্দে সঠিক উত্তর: 1922 খ্রিস্টাব্দে 17. আর্যরা কোন সময়ে ভারতে আসে? A) 2000 খ্রিষ্টাব্দ পূর্ব থেকে 1500 খ্রিষ্টাব্দপূর্বর মধ্যে B) প্রায় 5000 খ্রিষ্টাব্দপূর্ব C) 200 খ্রিষ্টাব্দ D) উপরের কোনোটিই নয় সঠিক উত্তর: 2000 খ্রিষ্টাব্দ পূর্ব থেকে 1500 খ্রিষ্টাব্দপূর্বর মধ্যে 18. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধান কে কি বলা হত? A) গ্রামনী B) পাঞ্চাল C) বালি D) গ্রামমুখ সঠিক উত্তর: গ্রামনী 19. "বুদ্ধচরিতের" রচয়িতা কে A) বৌদ্ধঘোষ B) অশ্বঘোষ C) বসুমিত্র D) লোপামুদ্রা সঠিক উত্তর: অশ্বঘোষ 20. উপনিষদের মূল বিষয়বস্তু কী? A) দর্শন B) আইন নীতি C) যোগ D) ধর্ম সঠিক উত্তর: দর্শন

No comments:

Post a Comment