Breaking

Saturday, October 19, 2024

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৮

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৮
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৮
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৮ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৮ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৮

01. কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে— A) বুদ্ধদেব B) মহাবীর C) শঙ্করাচার্য D) চৈতন্য সঠিক উত্তর: বুদ্ধদেব 02. ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? A) কম্বোডিয়া B) থাইল্যান্ড C) শ্রীলংকা D) চীন সঠিক উত্তর: শ্রীলংকা 03. নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? A) তক্ষশীলা B) মগধ C) কৌনুজ D) উজ্জয়িনী সঠিক উত্তর: মগধ 04. হর্ষবর্ধনের জীবনী “হর্ষচরিত” কার লেখা? A) অশ্বঘোষ B) বানভট্ট C) বসুমিত্র D) এর কেউই নন সঠিক উত্তর: বানভট্ট 05. কার রাজসভার “নবরত্ন” এর জন্য বিখ্যাত ছিল? A) হর্ষবর্ধন B) সমুদ্রগুপ্ত C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত D) অশোক সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত 06. কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বইয়ের নাম কি? A) রাজতরঙ্গিনী B) রাজচক্রবর্তী C) কাশ্মীর সমগ্র D) এর কোনোটিই নয় সঠিক উত্তর: রাজতরঙ্গিনী 07. নিচের কোনটি কনিষ্কের রাজধানী? A) পাটলিপুত্র B) পেশোয়ার C) উজ্জয়িনী D) এর কোনোটিই নয় সঠিক উত্তর: পেশোয়ার 08. নিচের কোন শাসক “মহারাজাধীরাজ” উপাধিতে ভূষিত ছিলেন? A) সমুদ্রগুপ্ত B) চন্দ্রগুপ্ত মৌর্য C) কনিষ্ক D) অশোক সঠিক উত্তর: সমুদ্রগুপ্ত 09. কাকে ভারতের নেপোলিয়ন আখ্যা দেওয়া হয়েছে? A) চন্দ্রগুপ্ত B) সমুদ্রগুপ্ত C) হর্ষবর্ধন D) অশোক সঠিক উত্তর: সমুদ্রগুপ্ত 10. ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? A) মোগল যুগ B) মৌর্য যুগ C) গুপ্ত যুগ D) কুষাণ যুগ সঠিক উত্তর: গুপ্ত যুগ 11.শকাব্দের প্রবর্তক কে কে? A) অশোক B) কনিষ্ক C) রুদ্রদমন D) বিক্রমাদিত্য সঠিক উত্তর: কনিষ্ক 12. হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? A) শশাঙ্ক B) ধর্মপাল C) লক্ষণ সেন D) ভাস্কর বর্মন সঠিক উত্তর: শশাঙ্ক 13. কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? A) চন্দ্রগুপ্ত মৌর্য B) হর্ষবর্ধন C) অশোক D) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য সঠিক উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য 14. সম্রাট অশোকের সাম্রাজ্যের নিচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না? A) তক্ষশীলা B) কাশ্মীর C) মাদ্রাজ D) কৌণুজ সঠিক উত্তর: মাদ্রাজ 15. সংস্কৃত নাটক “রত্নাবলী” কে লিখেছিলেন? A) বানভট্ট B) হর্ষবর্ধন C) কালিদাস D) অশোক সঠিক উত্তর: হর্ষবর্ধন 16. চৈনিক পরিব্রাজক হিউয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? A) চন্দ্রগুপ্ত মৌর্য B) অশোক C) হর্ষবর্ধন D) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য সঠিক উত্তর: হর্ষবর্ধন 17. “কাদম্বরী” কাব্যের রচয়িতা কে? A) কালিদাস B) হরিসেন C) বানভট্ট D) রামানুজ সঠিক উত্তর: বানভট্ট 18. কাদের রাজত্বকালে ভারতের সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল? A) গুপ্ত B) কুষাণ C) মৌর্য D) মোগল সঠিক উত্তর: কুষাণ 19. ‘দি ইন্ডিকা’ কে লিখেছিলেন? A) পতঞ্জলি B) মেগাস্থিনিস C) আলেকজান্ডার D) ইউয়েন সাং সঠিক উত্তর: মেগাস্থিনিস 20. ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয়? A) মৌর্য যুগে B) মোগল যুগে C) বৈদিক যুগে D) গুপ্ত যুগে সঠিক উত্তর: মৌর্য যুগে

No comments:

Post a Comment