ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯ |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৯
01. ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
02. মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন?
উত্তর: সেলুকাস নিকেটর।
03. কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উত্তর: পেশোয়ার।
04. “পঞ্চতন্ত্র” কে রচনা করেছিলেন?
উত্তর: বিষ্ণুশর্মা ।
05. “বৃহৎ সংহিতা” কার রচনা?
উত্তর: বরাহমিহির ।
06. বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পন্ডিত ছিলেন?
উত্তর: জ্যোতির্বিদ্যা।
07. গীতগোবিন্দ কে রচনা করেছিলেন?
উত্তর: জয়দেব।
08. কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন?
উত্তর: পল্লব
09. শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল?
উত্তর: 78 খ্রিস্টাব্দে।
10. বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নিচের কোনটির গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়?
উত্তর: জাতক।
11. মৌর্য পরবর্তী যুগে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযোগ্য?
উত্তর: সাতবাহন।
12. চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
13. সম্রাট অশোক কার পুত্র ছিলেন?
উত্তর: বিন্দুসার।
14. চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী কোন শাসককে পরাজিত করেছিলেন?
উত্তর: হর্ষবর্ধন।
15. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গোপাল।
16. কে ১১ শতকে ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেন?
উত্তর: রামানুজ।
17. ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা যেতে পারে?
উত্তর: গুপ্তযুগ।
18. সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয়?
উত্তর: বল্লাল সেন।
19. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তর: ধর্মপাল।
20. কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল?
উত্তর: শাহী বংশ।
Read more :: ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৮
No comments:
Post a Comment