Breaking

Thursday, October 17, 2024

ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩

ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩
ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩

01. ভারতের সংবিধান সংশোধিত হয়ে থাকে—
 উত্তর: পার্লামেন্টের দ্বারা।

02. ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি যুক্ত হয়—
 উত্তর: 368 ধারায়।

03. ভারতে সংবিধান সংশোধনী বিল উত্থাপন হতে পারে—
 উত্তর: পার্লামেন্টের যেকোনো কক্ষে।

04. ভারতে সংবিধান সংশোধনের জন্য যেসব ক্ষেত্রে অঙ্গরাজ্য গুলির সম্মতির প্রয়োজন হয়, তা মোট অঙ্গরাজ্যের—
 উত্তর: অর্ধেক।

05. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধনের জন্য অঙ্গরাজ্য গুলোর সম্মতির প্রয়োজন হয় মোট অঙ্গরাজ্যের—
 উত্তর: তিন-চতুর্থাংশ।

06. রাষ্ট্রপতি কোন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন—
 উত্তর: অর্থবিল ও সংবিধান সংশোধনী বিল।

07. গোলকনাথ মামলার রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট কোন সংবিধান সংশোধনী আইন প্রণয়ন করে—
 উত্তর: 24th, 1971 ।

08. সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়—
 উত্তর: পার্লামেন্টের উভয় কক্ষে।

09. ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমেই ব্যবহৃত হয়েছে—
 উত্তর: সাম্যের অধিকার।

10. 19 ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির বর্তমান সংখ্যা—
 উত্তর: 6 টি।

11. কোন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে প্রথম মৌলিক অধিকার গুলিকে সংকুচিত করা হয়—
 উত্তর: প্রথম সংশোধন।

12. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন—
 উত্তর: রাজেন্দ্র প্রসাদ।

13. ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কত ছিল—
 উত্তর: 22 টি ।

14. গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল—
 উত্তর: সাত জন।

15. ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল—
 উত্তর: 29 আগস্ট, 1947

16. ভারতীয় সংবিধানের দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয়েছিল—
 উত্তর: অক্টোবর 1948

17. ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল—
 উত্তর: 22 july, 1947 

18. ভারতীয় গণপরিষদ কবে জাতীয় সংগীত গ্রহণ করেছিল—
 উত্তর: January 24, 1950

19. স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল—
 উত্তর: 1951-1952

20. গণপরিষদের সহ-সভাপতি কে নির্বাচিত হন—
 উত্তর: এইচ. সি. মুখার্জি

No comments:

Post a Comment