Breaking

Wednesday, October 30, 2024

RRB NTPC GK in Bengali Part 01

RRB NTPC GK in Bengali Part 01
RRB NTPC GK in Bengali Part 01
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 01 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 01 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

RRB NTPC GK in Bengali Part 01

01. Ananthagiri Hills ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) হিমাচল প্রদেশ
B) তেলেঙ্গানা
C) অন্ধ্রপ্রদেশ
D) ত্রিপুরা
সঠিক উত্তর: তেলেঙ্গানা

02. কাঁকড়া বিছের শ্বাস অঙ্গের নাম কি?
A) স্পিরাকল
B) বুক লাং
C) দেহত্বক
D) বুকগিল
সঠিক উত্তর: বুক লাং

03. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
A) সম্রাট অশোক
B) ধর্মপাল
C) ফরিদ খাঁ
D) খিজির খান
সঠিক উত্তর: খিজির খান

04. পাল যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন?
A) সন্ধ্যাকর নন্দী
B) বল্লাল সেন
C) লক্ষণ সেন
D) বানভট্ট
সঠিক উত্তর: সন্ধ্যাকর নন্দী

05. সূর্যের সব থেকে দূরের গ্রহ কোনটি?
A) প্লুটো
B) নেপচুন
C) বুধ
D) ইউরেনাস
সঠিক উত্তর: নেপচুন

06. সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থি কোনটি?
A) প্লিহা
B) যকৃৎ
C) ফুসফুস
D) কোনটিই নয়
সঠিক উত্তর: প্লিহা

07. দুটি ভিন্ন রঙের চোখের একটি চিতাবাঘ কোথায় দেখতে পাওয়া গেছে?
A) বন্দিপুর টাইগার রিজার্ভে
B) মেলঘাট টাইগার রিজার্ভে
C) কানহা টাইগার রিজার্ভে
D) রাণীপুর টাইগার রিজার্ভে
সঠিক উত্তর: বন্দিপুর টাইগার রিজার্ভে

08. ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
A) হর্ষবর্ধন
B) জাহাঙ্গীর
C) চন্দ্রগুপ্ত মৌর্য
D) মুহাম্মদ বিন তুঘলক
সঠিক উত্তর: মুহাম্মদ বিন তুঘলক

09. সিমুক কোন বংশের প্রতিষ্ঠাতা ?
A) সাতবাহন বংশ
B) কুষাণ বংশ
C) পাল বংশ
D) নন্দ বংশ
সঠিক উত্তর: সাতবাহন বংশ

10. World Intellectual Property Day কবে পালন করা হয়?
A) 23শে এপ্রিল
B) 25শে এপ্রিল
C) 29শে এপ্রিল
D) 26শে এপ্রিল
সঠিক উত্তর: 26শে এপ্রিল

11. ক্লোরোফিলে কোন ধাতু থাকে?
A) ক্যালশিয়াম
B) লোহা
C) ম্যাগনেশিয়াম
D) সালফার
সঠিক উত্তর: ম্যাগনেশিয়াম

12. মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কবে চালু হয়?
A) ১৯১২ সালে
B) ১৯১৯ সালে
C) ১৯২১ সালে
D) ১৯৪৫ সালে
সঠিক উত্তর: ১৯১৯ সালে

13. বিশ্ব নাট্য দিবস কবে পালন করা হয়?
A) 7 এপ্রিল
B) 27 মার্চ
C) 21 মে
D) 29 জুলাই
সঠিক উত্তর: 27 মার্চ

14. ভারতের কোন রাজ্যে 38th National Games আয়োজিত হতে চলেছে?
A) মহারাষ্ট্র
B) উত্তরাখন্ড
C) মিজোরাম
D) বিহার
সঠিক উত্তর: উত্তরাখন্ড

15. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় বা মধ্যবর্তী স্তর কোনটি?
A) গ্রাম পঞ্চায়েত
B) পঞ্চায়েত সমিতি
C) জেলা পরিষদ
D) কোনটিই নয়
সঠিক উত্তর: পঞ্চায়েত সমিতি

16. দেবানামপ্রিয়া প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন?
A) বাবর
B) আকবর
C) টিপু সুলতান
D) অশোক
সঠিক উত্তর: অশোক

17. সাধারণ উষ্ণতায় তরল ধাতু কি?
A) ব্রোমিন
B) পারদ
C) আয়োডিন
D) কোনটিই নয়
সঠিক উত্তর: পারদ

18. City of Lake বলা হয় কোন শহরকে?
A) হায়দ্রাবাদ
B) উদয়পুর
C) জামশেদপুর
D) কোচি
সঠিক উত্তর: উদয়পুর

19. কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
A) পশ্চিমবঙ্গ
B) মধ্যপ্রদেশ
C) পাঞ্জাব
D) সিকিম
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ

20. একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
A) রবার্ট ক্লাইভ
B) লর্ড ওয়েলেসলি
C) ওয়ারেন হেস্টিংস
D) লর্ড কর্ণওয়ালিস
সঠিক উত্তর: ওয়ারেন হেস্টিংস

No comments:

Post a Comment