RRB NTPC GK in Bengali Part 01
RRB NTPC GK in Bengali Part 01 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 01 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 01 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
RRB NTPC GK in Bengali Part 01
01. Ananthagiri Hills ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) হিমাচল প্রদেশ
B) তেলেঙ্গানা
C) অন্ধ্রপ্রদেশ
D) ত্রিপুরা
সঠিক উত্তর: তেলেঙ্গানা
02. কাঁকড়া বিছের শ্বাস অঙ্গের নাম কি?
A) স্পিরাকল
B) বুক লাং
C) দেহত্বক
D) বুকগিল
সঠিক উত্তর: বুক লাং
03. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
A) সম্রাট অশোক
B) ধর্মপাল
C) ফরিদ খাঁ
D) খিজির খান
সঠিক উত্তর: খিজির খান
04. পাল যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন?
A) সন্ধ্যাকর নন্দী
B) বল্লাল সেন
C) লক্ষণ সেন
D) বানভট্ট
সঠিক উত্তর: সন্ধ্যাকর নন্দী
05. সূর্যের সব থেকে দূরের গ্রহ কোনটি?
A) প্লুটো
B) নেপচুন
C) বুধ
D) ইউরেনাস
সঠিক উত্তর: নেপচুন
06. সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থি কোনটি?
A) প্লিহা
B) যকৃৎ
C) ফুসফুস
D) কোনটিই নয়
সঠিক উত্তর: প্লিহা
07. দুটি ভিন্ন রঙের চোখের একটি চিতাবাঘ কোথায় দেখতে পাওয়া গেছে?
A) বন্দিপুর টাইগার রিজার্ভে
B) মেলঘাট টাইগার রিজার্ভে
C) কানহা টাইগার রিজার্ভে
D) রাণীপুর টাইগার রিজার্ভে
সঠিক উত্তর: বন্দিপুর টাইগার রিজার্ভে
08. ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
A) হর্ষবর্ধন
B) জাহাঙ্গীর
C) চন্দ্রগুপ্ত মৌর্য
D) মুহাম্মদ বিন তুঘলক
সঠিক উত্তর: মুহাম্মদ বিন তুঘলক
09. সিমুক কোন বংশের প্রতিষ্ঠাতা ?
A) সাতবাহন বংশ
B) কুষাণ বংশ
C) পাল বংশ
D) নন্দ বংশ
সঠিক উত্তর: সাতবাহন বংশ
10. World Intellectual Property Day কবে পালন করা হয়?
A) 23শে এপ্রিল
B) 25শে এপ্রিল
C) 29শে এপ্রিল
D) 26শে এপ্রিল
সঠিক উত্তর: 26শে এপ্রিল
11. ক্লোরোফিলে কোন ধাতু থাকে?
A) ক্যালশিয়াম
B) লোহা
C) ম্যাগনেশিয়াম
D) সালফার
সঠিক উত্তর: ম্যাগনেশিয়াম
12. মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কবে চালু হয়?
A) ১৯১২ সালে
B) ১৯১৯ সালে
C) ১৯২১ সালে
D) ১৯৪৫ সালে
সঠিক উত্তর: ১৯১৯ সালে
13. বিশ্ব নাট্য দিবস কবে পালন করা হয়?
A) 7 এপ্রিল
B) 27 মার্চ
C) 21 মে
D) 29 জুলাই
সঠিক উত্তর: 27 মার্চ
14. ভারতের কোন রাজ্যে 38th National Games আয়োজিত হতে চলেছে?
A) মহারাষ্ট্র
B) উত্তরাখন্ড
C) মিজোরাম
D) বিহার
সঠিক উত্তর: উত্তরাখন্ড
15. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় বা মধ্যবর্তী স্তর কোনটি?
A) গ্রাম পঞ্চায়েত
B) পঞ্চায়েত সমিতি
C) জেলা পরিষদ
D) কোনটিই নয়
সঠিক উত্তর: পঞ্চায়েত সমিতি
16. দেবানামপ্রিয়া প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন?
A) বাবর
B) আকবর
C) টিপু সুলতান
D) অশোক
সঠিক উত্তর: অশোক
17. সাধারণ উষ্ণতায় তরল ধাতু কি?
A) ব্রোমিন
B) পারদ
C) আয়োডিন
D) কোনটিই নয়
সঠিক উত্তর: পারদ
18. City of Lake বলা হয় কোন শহরকে?
A) হায়দ্রাবাদ
B) উদয়পুর
C) জামশেদপুর
D) কোচি
সঠিক উত্তর: উদয়পুর
19. কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
A) পশ্চিমবঙ্গ
B) মধ্যপ্রদেশ
C) পাঞ্জাব
D) সিকিম
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ
20. একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
A) রবার্ট ক্লাইভ
B) লর্ড ওয়েলেসলি
C) ওয়ারেন হেস্টিংস
D) লর্ড কর্ণওয়ালিস
সঠিক উত্তর: ওয়ারেন হেস্টিংস
No comments:
Post a Comment