WBPSC Clearkship MCQ question in Bengali Part 04 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 04 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 04 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
WBPSC Clearkship MCQ question in Bengali Part 04
01. বিরল মৃত্তিকা মূল কোন পর্যায়ে অবস্থান করে?
A) V
B) VI
C) VII
D) II
সঠিক উত্তর: VI
02. নিম্নলিখিত মৌল গুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎধনাত্মক?
A) Na
B) Mg
C) S
D) Al
সঠিক উত্তর: Na
03. নিম্নের কোনটি সন্ধিগত মৌল ?
A) Fe
B) He
C) Np
D) Na
সঠিক উত্তর: Fe
04. নিম্নের কোনটি আদর্শ মৌল?
A) Na
B) Ce
C) Mg
D) Fe
সঠিক উত্তর: Mg
05. আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন?
A) মেন্ডেলিফ
B) নিউটন
C) বোর
D) হেনরি
সঠিক উত্তর: নিউটন
06. পর্যায় সারণির কোন কোন পর্যায়ের মৌলকে বলে আদর্শ মৌল?
A) প্রথম ও দ্বিতীয়
B) দ্বিতীয় ও তৃতীয়
C) তৃতীয় ও চতুর্থ
D) চতুর্থ ও পঞ্চম
সঠিক উত্তর: দ্বিতীয় ও তৃতীয়
07. সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণে ফেলনপথ্যালিনের বর্ণ কেমন?
A) অপরিবর্তিত থাকে
B) পরিবর্তিত হয়
C) লাল হয়
D) কালো হয়
সঠিক উত্তর: লাল হয়
08. NH3 আমাদের শরীরের কোন অঙ্গের পক্ষে বেশি ক্ষতি করে?
A) ফুসফুস
B) কিডনি
C) চোখ
D) হার্ট
সঠিক উত্তর: চোখ
09. KO2 কি ধরনের অক্সাইড?
A) পলি অক্সাইড
B) মিশ্র অক্সাইড
C) সুপার অক্সাইড
D) সাব অক্সাইড
সঠিক উত্তর: সুপার অক্সাইড
10. হাইপো ফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত?
A) 1
B) 2
C) 3
D) 4
সঠিক উত্তর: 1
11. কোন অ্যাসিড বেশি তীব্র?
A) লঘু অ্যাসিড
B) তরল অ্যাসিড
C) কঠিন অ্যাসিড
D) গাঢ় অ্যাসিড
সঠিক উত্তর: লঘু অ্যাসিড
12. লেবুতে নিচের কোন অ্যাসিড থাকে ?
A) ফার্মিক অ্যাসিড
B) সাইট্রিক অ্যাসিড
C) ল্যাকটিক অ্যাসিড
D) ম্যালিক অ্যাসিড
সঠিক উত্তর: সাইট্রিক অ্যাসিড
13. বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে নিচের কোনটি মেশানো হয়?
A) মিথাইল অরেঞ্জ
B) লিটমাস
C) ফেনলপথ্যালিনের
D) মিথাইল রেড
সঠিক উত্তর: ফেনলপথ্যালিনের
14. প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জ এর বর্ণ কেমন?
A) লাল
B) কমলা
C) হলুদ
D) বর্ণহীন
সঠিক উত্তর: কমলা
15. বায়ু কি জাতীয় পদার্থ?
A) জলীয়
B) গ্যাসীয়
C) সমসত্ব
D) অসমসত্ব
সঠিক উত্তর: অসমসত্ব
16. চিলি সল্ট পিটার কোন মহাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়?
A) এশিয়া
B) ইউরোপ
C) দক্ষিণ আমেরিকা
D) উত্তর আমেরিকা
সঠিক উত্তর: দক্ষিণ আমেরিকা
17. জারণ হল—
A) ইলেকট্রন গ্রহণ
B) ইলেকট্রন বর্জন
C) দুটোই
D) কোনটাই নয়
সঠিক উত্তর: ইলেকট্রন বর্জন
18. বিজারণ হল—
A) ইলেকট্রন বর্জন
B) ইলেকট্রন গ্রহণ
C) দুটোই
D) কোনটাই নয়
সঠিক উত্তর: ইলেকট্রন গ্রহণ
19. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া করে পদার্থকে কি বলে?
A) বিকারক
B) বিক্রিয়াজাদ
C) বিগালক
D) সংযুক্তি
সঠিক উত্তর: বিকারক
20. সবচেয়ে উচ্চ মানের কয়লা নিম্নলিখিত কোনটি?
A) পিট
B) অ্যানথ্রাসাইট
C) বিটুমিনাস
D) লিগনাইট
সঠিক উত্তর: অ্যানথ্রাসাইট
Read more :: WBPSC Clearkship MCQ question in Bengali Part 03
No comments:
Post a Comment