Breaking

Thursday, October 24, 2024

WBPSC Clearkship MCQ question in Bengali Part 04

WBPSC Clearkship MCQ question in Bengali Part 04
WBPSC Clearkship MCQ question in Bengali Part 04
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 04 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 04 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship MCQ question in Bengali Part 04

01. বিরল মৃত্তিকা মূল কোন পর্যায়ে অবস্থান করে?
A) V
B) VI
C) VII
D) II
সঠিক উত্তর: VI 

02. নিম্নলিখিত মৌল গুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎধনাত্মক?
A) Na
B) Mg
C) S
D) Al
সঠিক উত্তর: Na

03. নিম্নের কোনটি সন্ধিগত মৌল ?
A) Fe
B) He
C) Np
D) Na
সঠিক উত্তর: Fe 

04. নিম্নের কোনটি আদর্শ মৌল?
A) Na
B) Ce
C) Mg
D) Fe
সঠিক উত্তর: Mg

05. আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন?
A) মেন্ডেলিফ
B) নিউটন
C) বোর
D) হেনরি
সঠিক উত্তর: নিউটন

06. পর্যায় সারণির কোন কোন পর্যায়ের মৌলকে বলে আদর্শ মৌল?
A) প্রথম ও দ্বিতীয়
B) দ্বিতীয় ও তৃতীয়
C) তৃতীয় ও চতুর্থ
D) চতুর্থ ও পঞ্চম
সঠিক উত্তর: দ্বিতীয় ও তৃতীয়

07. সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণে ফেলনপথ্যালিনের বর্ণ কেমন?
A) অপরিবর্তিত থাকে
B) পরিবর্তিত হয়
C) লাল হয়
D) কালো হয়
সঠিক উত্তর: লাল হয়

08. NH3 আমাদের শরীরের কোন অঙ্গের পক্ষে বেশি ক্ষতি করে?
A) ফুসফুস
B) কিডনি
C) চোখ
D) হার্ট
সঠিক উত্তর: চোখ

09. KO2 কি ধরনের অক্সাইড?
A) পলি অক্সাইড
B) মিশ্র অক্সাইড
C) সুপার অক্সাইড
D) সাব অক্সাইড
সঠিক উত্তর: সুপার অক্সাইড

10. হাইপো ফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত?
A) 1
B) 2
C) 3
D) 4
সঠিক উত্তর: 1

11. কোন অ্যাসিড বেশি তীব্র?
A) লঘু অ্যাসিড
B) তরল অ্যাসিড
C) কঠিন অ্যাসিড
D) গাঢ় অ্যাসিড
সঠিক উত্তর: লঘু অ্যাসিড

12. লেবুতে নিচের কোন অ্যাসিড থাকে ?
A) ফার্মিক অ্যাসিড
B) সাইট্রিক অ্যাসিড
C) ল্যাকটিক অ্যাসিড
D) ম্যালিক অ্যাসিড
সঠিক উত্তর: সাইট্রিক অ্যাসিড

13. বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে নিচের কোনটি মেশানো হয়?
A) মিথাইল অরেঞ্জ
B) লিটমাস
C) ফেনলপথ্যালিনের
D) মিথাইল রেড
সঠিক উত্তর: ফেনলপথ্যালিনের

14. প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জ এর বর্ণ কেমন?
A) লাল
B) কমলা
C) হলুদ
D) বর্ণহীন
সঠিক উত্তর: কমলা

15. বায়ু কি জাতীয় পদার্থ?
A) জলীয়
B) গ্যাসীয়
C) সমসত্ব
D) অসমসত্ব
সঠিক উত্তর: অসমসত্ব

16. চিলি সল্ট পিটার কোন মহাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়?
A) এশিয়া
B) ইউরোপ
C) দক্ষিণ আমেরিকা
D) উত্তর আমেরিকা
সঠিক উত্তর: দক্ষিণ আমেরিকা

17. জারণ হল—
A) ইলেকট্রন গ্রহণ
B) ইলেকট্রন বর্জন
C) দুটোই
D) কোনটাই নয়
সঠিক উত্তর: ইলেকট্রন বর্জন

18. বিজারণ হল—
A) ইলেকট্রন বর্জন
B) ইলেকট্রন গ্রহণ
C) দুটোই
D) কোনটাই নয়
সঠিক উত্তর: ইলেকট্রন গ্রহণ

19. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া করে পদার্থকে কি বলে?
A) বিকারক
B) বিক্রিয়াজাদ
C) বিগালক
D) সংযুক্তি
সঠিক উত্তর: বিকারক

20. সবচেয়ে উচ্চ মানের কয়লা নিম্নলিখিত কোনটি?
A) পিট
B) অ্যানথ্রাসাইট
C) বিটুমিনাস
D) লিগনাইট
সঠিক উত্তর: অ্যানথ্রাসাইট

No comments:

Post a Comment