Breaking

Sunday, October 27, 2024

WBPSC Clearkship MCQ question in Bengali Part 06

WBPSC Clearkship MCQ question in Bengali Part 06
WBPSC Clearkship MCQ question in Bengali Part 06
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 06 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 06 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship MCQ question in Bengali Part 06

01. নিম্নের কোনটি জীবন সৃষ্টির একবারে প্রথমে উৎপন্ন হয়েছিল? উত্তর: প্রোক্যারিওটিক কোশ 02. প্রথম জীবন সৃষ্টি হয়েছিল— উত্তর: জলে 03. কোন রাশিয়ান বিজ্ঞানী এই বইটি লিখেছিলেন ‘Origin of Species’ ? উত্তর: ডারউইন 04. ভূতাত্বিকদের মতানুসারে পৃথিবী সৃষ্টি হয়েছিল আনুমানিক— উত্তর: 4.6 বিলিয়ন বছর 05. কেমোজেনি কী? উত্তর: রাসায়নিক উদবর্তন 06. ওপারেন কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব দেন? উত্তর: 1928 07. কোশ কথাটি প্রবর্তন করেন— উত্তর: রবার্ট হুক 08. সেন্ট্রোজোম থাকে— উত্তর: প্রাণীকোশে 09. আয়তনে বৃহৎ প্রাণী কোশ? উত্তর: উটপাখির ডিম 10. পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয়— উত্তর: তরল খাদ্য 11. কোষের মস্তিষ্ক বলা হয়? উত্তর: নিউক্লিয়াস 12. আত্মঘাতী থলি বলে? উত্তর: লাইসোজোম 13. RNA এর একটি বেস হল— উত্তর: ইউরাসিল 14. ক্যান্সার প্রতিরোধী ক্রোমোজোমের অংশটি হল? উত্তর: স্যাটেলাইট 15. একটি কোষের একবার মাইটোসিসের পর কতগুলো অপত্য কোষের সৃষ্টি হয়? উত্তর: 2 টি 16. কোষের জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে? উত্তর: প্রোটিন 17. আদর্শ ক্যান্সার কোষের নিদর্শন হল? উত্তর: হেলা কোশ 18. কোষ চক্র নিয়ন্ত্রণের কয়টি ব্যবস্থার রয়েছে? উত্তর: 2 টি 19. M- দশার কয়টি ভাগ? উত্তর: 4 টি 20. একটি মাতৃকোষ থেকে চারটি অভ্যত্ব কোষ সৃষ্টি হয়— উত্তর: মিয়োসিসে

No comments:

Post a Comment