WBPSC Clearkship MCQ question in Bengali Part 06 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 06 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 06 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
WBPSC Clearkship MCQ question in Bengali Part 06
01. নিম্নের কোনটি জীবন সৃষ্টির একবারে প্রথমে উৎপন্ন হয়েছিল?
উত্তর: প্রোক্যারিওটিক কোশ
02. প্রথম জীবন সৃষ্টি হয়েছিল—
উত্তর: জলে
03. কোন রাশিয়ান বিজ্ঞানী এই বইটি লিখেছিলেন ‘Origin of Species’ ?
উত্তর: ডারউইন
04. ভূতাত্বিকদের মতানুসারে পৃথিবী সৃষ্টি হয়েছিল আনুমানিক—
উত্তর: 4.6 বিলিয়ন বছর
05. কেমোজেনি কী?
উত্তর: রাসায়নিক উদবর্তন
06. ওপারেন কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব দেন?
উত্তর: 1928
07. কোশ কথাটি প্রবর্তন করেন—
উত্তর: রবার্ট হুক
08. সেন্ট্রোজোম থাকে—
উত্তর: প্রাণীকোশে
09. আয়তনে বৃহৎ প্রাণী কোশ?
উত্তর: উটপাখির ডিম
10. পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয়—
উত্তর: তরল খাদ্য
11. কোষের মস্তিষ্ক বলা হয়?
উত্তর: নিউক্লিয়াস
12. আত্মঘাতী থলি বলে?
উত্তর: লাইসোজোম
13. RNA এর একটি বেস হল—
উত্তর: ইউরাসিল
14. ক্যান্সার প্রতিরোধী ক্রোমোজোমের অংশটি হল?
উত্তর: স্যাটেলাইট
15. একটি কোষের একবার মাইটোসিসের পর কতগুলো অপত্য কোষের সৃষ্টি হয়?
উত্তর: 2 টি
16. কোষের জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে?
উত্তর: প্রোটিন
17. আদর্শ ক্যান্সার কোষের নিদর্শন হল?
উত্তর: হেলা কোশ
18. কোষ চক্র নিয়ন্ত্রণের কয়টি ব্যবস্থার রয়েছে?
উত্তর: 2 টি
19. M- দশার কয়টি ভাগ?
উত্তর: 4 টি
20. একটি মাতৃকোষ থেকে চারটি অভ্যত্ব কোষ সৃষ্টি হয়—
উত্তর: মিয়োসিসে
Read more :: WBPSC Clearkship MCQ question in Bengali Part 05
No comments:
Post a Comment