WBPSC Clearkship MCQ question in Bengali Part 07 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 07 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 07 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
WBPSC Clearkship MCQ question in Bengali Part 07
01. কোন CPMP/CAPF ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয়?
A) CRPF
B) SSB
C) BSF
D) ITBP
সঠিক উত্তর: ITBP
02. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
A) ক্রো
B) গ্যালভানোমিটার
C) ফ্যাদোমিটার
D) ওডোমিটার
সঠিক উত্তর: ফ্যাদোমিটার
03. জীবাষ্ম বিদ্যার সংক্রান্ত বিষয় হল ?
A) প্যালিওবটানি
B) পেট্রোলজি
C) আর্কিওলজি
D) প্যালিওনটোলজি
সঠিক উত্তর: প্যালিওনটোলজি
04. 'উচ্চতাজনিত ভয়' -কে বলা হয় ?
A) অ্যাংলোফোবিয়া
B) এগোরাফোবিয়া
C) আরগোফোবিয়া
D) অ্যাক্রোফোবিয়া
সঠিক উত্তর: অ্যাক্রোফোবিয়া
05. নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া 'Varuna,2018' তে অংশগ্রহণ করেছিল ?
A) ভারত ও শ্রীলংকা
B) ভারত ইসরাইল
C) ভারত ও বাংলাদেশ
D) ভারত ও ফ্রান্স
সঠিক উত্তর: ভারত ও ফ্রান্স
06. বল একটি—
A) স্কেলার রাশি
B) ভেক্টর রাশি
C) মৌলিক রাশি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভেক্টর রাশি
07. বিভব পার্থক্যের একক—
A) ভোল্ট
B) ওজন
C) জুল
D) কুলম্ব
সঠিক উত্তর: ভোল্ট
08. ভর ও ওজনের মধ্যে কোনটি বস্তুর সক্রিয় ধর্ম?
A) ভর
B) ওজন
C) দুটোই
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভর
09. পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত?
A) 980
B) 1
C) -1
D) 0
সঠিক উত্তর: 0
10. পৃথিবীর মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের মধ্যে কোথায় g-এর মান বেশি?
A) মেরুতে
B) নিরক্ষীয় অঞ্চলে
C) দুটোতে সমান
D) সময়ে সময়ে পরিবর্তন হয়
সঠিক উত্তর: মেরুতে
11. কোন বস্তুর ওজন পৃথিবীতে 18kg হলে চাঁদে কত?
A) 6kg
B) 3kg
C) 8kg
D) 9kg
সঠিক উত্তর: 3kg
12. সালোকসংশ্লেষ পাতার যে কলায় সংঘটিত হয় তার নাম কী ?
A) ভাজক কলা
B) মেসোফিল কলা
C) সংবহন কলা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মেসোফিল কলা
13. মানব দেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে ?
A) হাইড্রোজেন
B) অক্সিজেন
C) নাইট্রোজেন
D) কার্বন
সঠিক উত্তর: কার্বন
14. মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কী ?
A) বৃক্ক
B) হৃদপিন্ড
C) যকৃৎ
D) মূত্রথলি
সঠিক উত্তর: যকৃৎ
15. ELISA কোন রোগ নির্ণয়ের পদ্ধতি ?
A) ক্যান্সার
B) AIDS
C) যক্ষা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: AIDS
16. পেনিসিলিয়াম কোন শ্রেণিভুক্ত ?
A) শৈবাল
B) ছত্রাক
C) ব্যাকটেরিয়া
D) মস
সঠিক উত্তর: ছত্রাক
17. বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?
A) নেপচুন
B) বৃহস্পতি
C) প্লুটো
D) বুধ
সঠিক উত্তর: প্লুটো
18. বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল ?
A) বাঁকুড়া
B) কলকাতা
C) হুগলি
D) বারাসাত
সঠিক উত্তর: হুগলি
19. কোন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী কলারসিপ পায়নি ?
A) 72%
B) 50%
C) 76%
D) 75%
সঠিক উত্তর: 76%
20. 8,24,36 এবং 54-র ল.সা.গু কত ?
A) 105
B) 216
C) 432
D) 54
সঠিক উত্তর: 216
Read more :: WBPSC Clearkship MCQ question in Bengali Part 06
No comments:
Post a Comment