Breaking

Wednesday, October 30, 2024

WBPSC Clearkship MCQ question in Bengali Part 07

WBPSC Clearkship MCQ question in Bengali Part 07
WBPSC Clearkship MCQ question in Bengali Part 07
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 07 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 07 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship MCQ question in Bengali Part 07

01. কোন CPMP/CAPF ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয়? A) CRPF B) SSB C) BSF D) ITBP সঠিক উত্তর: ITBP 02. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ? A) ক্রো B) গ্যালভানোমিটার C) ফ্যাদোমিটার D) ওডোমিটার সঠিক উত্তর: ফ্যাদোমিটার 03. জীবাষ্ম বিদ্যার সংক্রান্ত বিষয় হল ? A) প্যালিওবটানি B) পেট্রোলজি C) আর্কিওলজি D) প্যালিওনটোলজি সঠিক উত্তর: প্যালিওনটোলজি 04. 'উচ্চতাজনিত ভয়' -কে বলা হয় ? A) অ্যাংলোফোবিয়া B) এগোরাফোবিয়া C) আরগোফোবিয়া D) অ্যাক্রোফোবিয়া সঠিক উত্তর: অ্যাক্রোফোবিয়া 05. নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া 'Varuna,2018' তে অংশগ্রহণ করেছিল ? A) ভারত ও শ্রীলংকা B) ভারত ইসরাইল C) ভারত ও বাংলাদেশ D) ভারত ও ফ্রান্স সঠিক উত্তর: ভারত ও ফ্রান্স 06. বল একটি— A) স্কেলার রাশি B) ভেক্টর রাশি C) মৌলিক রাশি D) কোনোটিই নয় সঠিক উত্তর: ভেক্টর রাশি 07. বিভব পার্থক্যের একক— A) ভোল্ট B) ওজন C) জুল D) কুলম্ব সঠিক উত্তর: ভোল্ট 08. ভর ও ওজনের মধ্যে কোনটি বস্তুর সক্রিয় ধর্ম? A) ভর B) ওজন C) দুটোই D) কোনোটিই নয় সঠিক উত্তর: ভর 09. পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত? A) 980 B) 1 C) -1 D) 0 সঠিক উত্তর: 0 10. পৃথিবীর মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের মধ্যে কোথায় g-এর মান বেশি? A) মেরুতে B) নিরক্ষীয় অঞ্চলে C) দুটোতে সমান D) সময়ে সময়ে পরিবর্তন হয় সঠিক উত্তর: মেরুতে 11. কোন বস্তুর ওজন পৃথিবীতে 18kg হলে চাঁদে কত? A) 6kg B) 3kg C) 8kg D) 9kg সঠিক উত্তর: 3kg 12. সালোকসংশ্লেষ পাতার যে কলায় সংঘটিত হয় তার নাম কী ? A) ভাজক কলা B) মেসোফিল কলা C) সংবহন কলা D) কোনোটিই নয় সঠিক উত্তর: মেসোফিল কলা 13. মানব দেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে ? A) হাইড্রোজেন B) অক্সিজেন C) নাইট্রোজেন D) কার্বন সঠিক উত্তর: কার্বন 14. মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কী ? A) বৃক্ক B) হৃদপিন্ড C) যকৃৎ D) মূত্রথলি সঠিক উত্তর: যকৃৎ 15. ELISA কোন রোগ নির্ণয়ের পদ্ধতি ? A) ক্যান্সার B) AIDS C) যক্ষা D) কোনোটিই নয় সঠিক উত্তর: AIDS 16. পেনিসিলিয়াম কোন শ্রেণিভুক্ত ? A) শৈবাল B) ছত্রাক C) ব্যাকটেরিয়া D) মস সঠিক উত্তর: ছত্রাক 17. বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ? A) নেপচুন B) বৃহস্পতি C) প্লুটো D) বুধ সঠিক উত্তর: প্লুটো 18. বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল ? A) বাঁকুড়া B) কলকাতা C) হুগলি D) বারাসাত সঠিক উত্তর: হুগলি 19. কোন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী কলারসিপ পায়নি ? A) 72% B) 50% C) 76% D) 75% সঠিক উত্তর: 76% 20. 8,24,36 এবং 54-র ল.সা.গু কত ? A) 105 B) 216 C) 432 D) 54 সঠিক উত্তর: 216

No comments:

Post a Comment