WBPSC Clearkship MCQ question in Bengali Part 08 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 08 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 08 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
WBPSC Clearkship MCQ question in Bengali Part 08
01. বিখ্যাত কৈলাস গুয়া মন্দির কোথায় অবস্থিত?
A) বাদামি
B) এলিফ্যান্টা
C) ইলোরা
D) অজন্তা
সঠিক উত্তর: ইলোরা
02. কোন রাজ্যে ভারতের প্রথম তেল শোধনাগার চালু হয়?
A) মুম্বাই
B) অসম
C) গুজরাট
D) চেন্নাই
সঠিক উত্তর: অসম
03. প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ?
A) আমেরিকা
B) জাপান
C) রাশিয়া
D) ভারত
সঠিক উত্তর: রাশিয়া
04. নিজের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস?
A) শ্রীকান্ত
B) ধাত্রী দেবতা
C) আনন্দমঠ
D) ইছামতি
সঠিক উত্তর: আনন্দমঠ
05. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প?
A) দেনা পাওনা
B) বকুল কথা
C) মহেশ
D) বিন্দুর ছেলে
সঠিক উত্তর: দেনা পাওনা
06. ‘রামধনু’ কেন হয়?
A) আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য
B) আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য
C) আলোর বিক্ষেপ ও প্রতিসরণের জন্য
D) আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য
সঠিক উত্তর: আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য
07. ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে, আবহাওয়ার কী পরিবর্তন হবে ?
A) খুব গরম হবে
B) খুব ঠান্ডা হবে
C) খুব ঝড় হবে
D) অন্তত ৪৮ ঘন্টা অবিরাম বৃষ্টি হবে
সঠিক উত্তর: খুব ঝড় হবে
08. কিলোওয়াট -ঘন্টা কিসের একক
A) শক্তি
B) বল
C) ভরবেগ
D) ক্ষমতা
সঠিক উত্তর: বল
09. ‘ওডোমিটার’ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়
A) তেজস্ক্রিয়তা
B) বৈদ্যুতিক শক্তি
C) এরোপ্লেনের গতিবেগ
D) অতিক্রান্ত দূরত্ব
সঠিক উত্তর: অতিক্রান্ত দূরত্ব
10. অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়?
A) সুতী কাপড়
B) অ্যাসবেসটস
C) অভ্র
D) ক্যাডমিয়াম
সঠিক উত্তর: অ্যাসবেসটস
11. স্যাকারিন কি দিয়ে তৈরি হয়?
A) টলুইন
B) বিউটেন
C) প্রোপেন
D) ফেনল
সঠিক উত্তর: টলুইন
12. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় আছে ?
A) চেন্নাই
B) দিল্লি
C) মুম্বাই
D) পুনে
সঠিক উত্তর: মুম্বাই
13. ভারতের আর্থিক রাজধানীর নাম হল-
A) কলকাতা
B) নিউ দিল্লি
C) মুম্বাই
D) ব্যাঙ্গালোর
সঠিক উত্তর: মুম্বাই
14. ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত ?
A) কেন্দ্রীয় তালিকা
B) উল্লিখিত তালিকা
C) যৌথ তালিকা
D) রাজ্য তালিকা
সঠিক উত্তর: কেন্দ্রীয় তালিকা
15. অর্থনীতির জনক কাকে বলা হয় ?
A) অধ্যাপক স্যুমপিটার
B) অ্যাডাম স্মিথ
C) অধ্যাপক রিকার্ডো
D) নর্ম্যান বোরলাগ
সঠিক উত্তর: অ্যাডাম স্মিথ
16. কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোন ভূমিকা নেই ?
A) পাঞ্জাব
B) নাগাল্যান্ড
C) কেরালা
D) জম্মু ও কাশ্মীর
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর
17. পিতলের উপাদান হলো—
A) তামা ও টিন
B) তামা ও রুপা
C) তামা ও দস্তা
D) রুপা ও দস্তা
সঠিক উত্তর: তামা ও দস্তা
18. তরল অধাতু কোনটি ?
A) ব্রোমিন
B) বোরণ
C) কার্বন
D) আয়োডিন
সঠিক উত্তর: ব্রোমিন
19. তড়িৎপ্রবাহের ব্যবহারিক একক হল—
A) ভোল্ট
B) কুলম্ব
C) ওহম
D) অ্যামপিয়ার
সঠিক উত্তর: অ্যামপিয়ার
20. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি ?
A) গ্রাফাইট
B) তামা
C) টাংস্টেন
D) প্লাটিনাম
সঠিক উত্তর: টাংস্টেন
Read more :: WBPSC Clearkship MCQ question in Bengali Part 07
No comments:
Post a Comment