Breaking

Wednesday, October 30, 2024

WBPSC Clearkship MCQ question in Bengali Part 08

WBPSC Clearkship MCQ question in Bengali Part 08
WBPSC Clearkship MCQ question in Bengali Part 08
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 08 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 08 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship MCQ question in Bengali Part 08

01. বিখ্যাত কৈলাস গুয়া মন্দির কোথায় অবস্থিত? A) বাদামি B) এলিফ্যান্টা C) ইলোরা D) অজন্তা সঠিক উত্তর: ইলোরা 02. কোন রাজ্যে ভারতের প্রথম তেল শোধনাগার চালু হয়? A) মুম্বাই B) অসম C) গুজরাট D) চেন্নাই সঠিক উত্তর: অসম 03. প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ? A) আমেরিকা B) জাপান C) রাশিয়া D) ভারত সঠিক উত্তর: রাশিয়া 04. নিজের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস? A) শ্রীকান্ত B) ধাত্রী দেবতা C) আনন্দমঠ D) ইছামতি সঠিক উত্তর: আনন্দমঠ 05. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প? A) দেনা পাওনা B) বকুল কথা C) মহেশ D) বিন্দুর ছেলে সঠিক উত্তর: দেনা পাওনা 06. ‘রামধনু’ কেন হয়? A) আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য B) আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য C) আলোর বিক্ষেপ ও প্রতিসরণের জন্য D) আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য সঠিক উত্তর: আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য 07. ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে, আবহাওয়ার কী পরিবর্তন হবে ? A) খুব গরম হবে B) খুব ঠান্ডা হবে C) খুব ঝড় হবে D) অন্তত ৪৮ ঘন্টা অবিরাম বৃষ্টি হবে সঠিক উত্তর: খুব ঝড় হবে 08. কিলোওয়াট -ঘন্টা কিসের একক A) শক্তি B) বল C) ভরবেগ D) ক্ষমতা সঠিক উত্তর: বল 09. ‘ওডোমিটার’ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় A) তেজস্ক্রিয়তা B) বৈদ্যুতিক শক্তি C) এরোপ্লেনের গতিবেগ D) অতিক্রান্ত দূরত্ব সঠিক উত্তর: অতিক্রান্ত দূরত্ব 10. অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়? A) সুতী কাপড় B) অ্যাসবেসটস C) অভ্র D) ক্যাডমিয়াম সঠিক উত্তর: অ্যাসবেসটস 11. স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? A) টলুইন B) বিউটেন C) প্রোপেন D) ফেনল সঠিক উত্তর: টলুইন 12. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় আছে ? A) চেন্নাই B) দিল্লি C) মুম্বাই D) পুনে সঠিক উত্তর: মুম্বাই 13. ভারতের আর্থিক রাজধানীর নাম হল- A) কলকাতা B) নিউ দিল্লি C) মুম্বাই D) ব্যাঙ্গালোর সঠিক উত্তর: মুম্বাই 14. ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত ? A) কেন্দ্রীয় তালিকা B) উল্লিখিত তালিকা C) যৌথ তালিকা D) রাজ্য তালিকা সঠিক উত্তর: কেন্দ্রীয় তালিকা 15. অর্থনীতির জনক কাকে বলা হয় ? A) অধ্যাপক স্যুমপিটার B) অ্যাডাম স্মিথ C) অধ্যাপক রিকার্ডো D) নর্ম্যান বোরলাগ সঠিক উত্তর: অ্যাডাম স্মিথ 16. কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোন ভূমিকা নেই ? A) পাঞ্জাব B) নাগাল্যান্ড C) কেরালা D) জম্মু ও কাশ্মীর সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর 17. পিতলের উপাদান হলো— A) তামা ও টিন B) তামা ও রুপা C) তামা ও দস্তা D) রুপা ও দস্তা সঠিক উত্তর: তামা ও দস্তা 18. তরল অধাতু কোনটি ? A) ব্রোমিন B) বোরণ C) কার্বন D) আয়োডিন সঠিক উত্তর: ব্রোমিন 19. তড়িৎপ্রবাহের ব্যবহারিক একক হল— A) ভোল্ট B) কুলম্ব C) ওহম D) অ্যামপিয়ার সঠিক উত্তর: অ্যামপিয়ার 20. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি ? A) গ্রাফাইট B) তামা C) টাংস্টেন D) প্লাটিনাম সঠিক উত্তর: টাংস্টেন

No comments:

Post a Comment