RRB NTPC GK in Bengali Part 02 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 02 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব।
সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 02 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
RRB NTPC GK in Bengali Part 02
01. ‘যোজনা কমিশনের’ পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে ?
A) লোকপাল
B) নীতি আয়োগ
C) অর্থ কমিশন
D) লোকাযুক্ত
সঠিক উত্তর: নীতি আয়োগ
02. ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী ?
A) FANUC
B) COMAU
C) MOTOMAN
D) BRABO
সঠিক উত্তর: BRABO
03. কিসের বেগ মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ?
A) জাহাজ
B) বুলেট ট্রেন
C) চিতাবাঘ
D) ম্যাগলেভ
সঠিক উত্তর: জাহাজ
04. এক অশ্বক্ষমতা = কত ওয়াট ?
A) ৬২৫ ওয়াট
B) ৮১৬ ওয়াট
C) ৫২০ ওয়াট
D) ৭৪৬ ওয়াট
সঠিক উত্তর: ৭৪৬ ওয়াট
05. মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা ?
A) নাইট্রোজেন
B) সালফার
C) হাইড্রোজেন
D) গ্রাফাইট
সঠিক উত্তর: হাইড্রোজেন
06. লেবুর রস নিংড়োনোর যন্ত্র কোন শ্রেণীর লিভার ?
A) প্রথম
B) দ্বিতীয়
C) তৃতীয়
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: দ্বিতীয়
07. কোন পরিবাহীর রোধ কিসের সমানুপাতিক ?
A) তড়িৎ প্রবাহ
B) পরিবাহীর আয়তন
C) পরিবাহীর দৈর্ঘ্য
D) বিভব
সঠিক উত্তর: পরিবাহীর দৈর্ঘ্য
08. তিনটি সংখ্যার সমষ্টি 136। যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে এই দ্বিতীয় সংখ্যাটি হল—
A) 48
B) 60
C) 40
D) 52
সঠিক উত্তর: 60
09. ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে?
A) 12 সেকেন্ড
B) 18 সেকেন্ড
C) 10 সেকেন্ড
D) 15 সেকেন্ড
সঠিক উত্তর: 10 সেকেন্ড
10. ‘A’একটি কাজ 12 দিনে করতে পারে। ‘A’এবং ‘B’কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে 8 দিন। যদি একা ‘B’কাজটা করতে চাই তাহলে তার কতদিন সময় লাগবে?
A) 18 দিন
B) 28 দিন
C) 15 দিন
D) 24 দিন
সঠিক উত্তর: 24 দিন
11. কোন অ্যাসিড বেশি তীব্র?
A) লঘু অ্যাসিড
B) তরল অ্যাসিড
C) কঠিন অ্যাসিড
D) গাঢ় অ্যাসিড
সঠিক উত্তর: লঘু অ্যাসিড
12. লেবুতে নিচের কোন অ্যাসিড থাকে ?
A) ফার্মিক অ্যাসিড
B) সাইট্রিক অ্যাসিড
C) ল্যাকটিক অ্যাসিড
D) ম্যালিক অ্যাসিড
সঠিক উত্তর: সাইট্রিক অ্যাসিড
13. বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে নিচের কোনটি মেশানো হয়?
A) মিথাইল অরেঞ্জ
B) লিটমাস
C) ফেনলপথ্যালিনের
D) মিথাইল রেড
সঠিক উত্তর: ফেনলপথ্যালিনের
14. প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জ এর বর্ণ কেমন?
A) লাল
B) কমলা
C) হলুদ
D) বর্ণহীন
সঠিক উত্তর: কমলা
15. বায়ু কি জাতীয় পদার্থ?
A) জলীয়
B) গ্যাসীয়
C) সমসত্ব
D) অসমসত্ব
সঠিক উত্তর: অসমসত্ব
16. দক্ষিণাত্যের কাশী নামে কোন শহরটি পরিচিত?
A) বিশাখাপত্তনম
B) কন্যাকুমারী
C) পুদুচেরি
D) মাদুরাই
সঠিক উত্তর: মাদুরাই
17. সাত পাহাড়ের শহর কোনটি?
A) রোম
B) ভ্যাটিক্যান সিটি
C) প্যালেস্টাইন
D) এথেন্স
সঠিক উত্তর: রোম
18. কোন নদীটি পরিচিত স্বর্ণরেনুর নদী নামে?
A) ইয়াংসিং কিয়াং
B) গঙ্গা
C) নীল
D) মিসিসিপি মৌসৌরী
সঠিক উত্তর: ইয়াংসিং কিয়াং
19. ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশটি?
A) অ্যালবেনিয়া
B) তুরস্ক
C) গ্রীস
D) রোমানিয়া
সঠিক উত্তর: তুরস্ক
20. ভারতের প্রবেশদ্বার হিসেবে কোন শহরটি পরিচিত?
A) কলকাতা
B) গুজরাট
C) দিল্লি
D) মুম্বাই
সঠিক উত্তর: মুম্বাই
Read more :: RRB NTPC GK in Bengali Part 02
No comments:
Post a Comment