Breaking

Thursday, November 28, 2024

RRB NTPC GK in Bengali Part 07

RRB NTPC GK in Bengali Part 07
RRB NTPC GK in Bengali Part 07
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 07 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব। সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 07 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

RRB NTPC GK in Bengali Part 07

01. জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন কোথায় বসে?
A) বোম্বে
B) কলকাতা
C) লাহোর
D) সুরাটে
সঠিক উত্তর: বোম্বে

02. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় কোথায় জন্মগ্রহণ করেছিল?
A) সিমলা
B) এলগিন রোড
C) জোড়াসাঁকো
D) কলুটোলা
সঠিক উত্তর: জোড়াসাঁকো

03. কোন দেশের রাজধানী মানামা?
A) বাহারিন 
B) কুয়েত
C) ওমান
D) লেবানন
সঠিক উত্তর: বাহারিন 

04. ভারতের বর্তমান সেনাপ্রধান কে?
A) নির্মল কুমার
B) ভি কে সিং
C) শংকর রায়চৌধুরী
D) অনন্ত কুমার
সঠিক উত্তর: ভি কে সিং 

05. ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হল? 
A) পুদুচেরি
B) সিকিম
C) গোয়া
D) কেরালা
সঠিক উত্তর: সিকিম

06. মনিপুর কে 'ভারতের মনি' কে বলতেন?
A) জওহরলাল নেহের
B) প্রফুল্ল ঘোষ
C) জাকির হোসেন
D) ইন্দিরা গান্ধী
সঠিক উত্তর: জওহরলাল নেহের

07. শ্রীলংকার জাতীয় পাখি কোনটি?
A) বনমোরগ
B) ময়ূর
C) উটপাখি
D)স্কাইলার্ক
সঠিক উত্তর: বনমোরগ

08. আমেরিকার জাতীয় খেলা কোনটি?
A) ফুটবল
B) ক্রিকেট
C) বেসবল
D) ভলিবল
সঠিক উত্তর: বেসবল

09. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
A) ভাগবত
B) বেদ
C) পুরান
D) মহাকাব্য
সঠিক উত্তর: বেদ

10. বেদের অপর নাম কী?
A) শ্রুতি
B) স্মৃতি
C) সাম
D)ঋক
সঠিক উত্তর: শ্রুতি

11.'লুসাই' কোন অঞ্চলের উপজাতি?
A) মনিপুর
B) ত্রিপুরা
C) নাগাল্যান্ড
D) মিজোরাম
সঠিক উত্তর: ত্রিপুরা

12. ভেমবানাদ কয়াল কোথায় অবস্থিত?
A) কেরালা
B) কর্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু 
সঠিক উত্তর: কেরালা

13. কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন ?
A) কর্নেল হিক
B) জেমস রক
C) ওয়ারেন হেস্টিংস
D) কর্নেল কিক
সঠিক উত্তর: কর্নেল হিক

14. কলকাতা কর্পোরেশনের মেয়র পদে কে  সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন ?
A) নেতাজি সুভাষচন্দ্র বসু
B) দেশবন্ধু চিত্ররঞ্জন দাস
C) ফজলুল হক
D) দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত
সঠিক উত্তর: দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত

15. অর্থনীতির জনক কাকে বলা হয় ?
A) অধ্যাপক স্যুমপিটার
B) অ্যাডাম স্মিথ 
C) অধ্যাপক রিকার্ডো
D) নর্ম্যান বোরলাগ
সঠিক উত্তর: অ্যাডাম স্মিথ 

16. কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোন ভূমিকা নেই ?
A) পাঞ্জাব
B) নাগাল্যান্ড
C) কেরালা
D) জম্মু ও কাশ্মীর
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর

17. পিতলের উপাদান হলো—
A) তামা ও টিন
B) তামা ও রুপা
C) তামা ও দস্তা 
D) রুপা ও দস্তা
সঠিক উত্তর: তামা ও দস্তা 

18. তরল অধাতু কোনটি ?
A) ব্রোমিন
B) বোরণ
C) কার্বন
D) আয়োডিন
সঠিক উত্তর: ব্রোমিন

19. যদুগোডা কোন ধাতু প্রাপ্তির কারণে বিখ্যাত ?
A) অ্যালুমিনিয়াম
B) ক্যালসিয়াম
C) ইউরেনিয়াম
D) তামা
সঠিক উত্তর: ইউরেনিয়াম

20. লাইম ওয়াটারে কী আছে ?
A) সোডিয়াম হাইড্রক্সাইড
B) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
C) সোডিয়াম কার্বনেট
D) ক্যালসিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: ক্যালসিয়াম হাইড্রক্সাইড

No comments:

Post a Comment