RRB NTPC GK in Bengali Part 07 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 07 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব।
সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 07 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
RRB NTPC GK in Bengali Part 07
01. জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন কোথায় বসে?
A) বোম্বে
B) কলকাতা
C) লাহোর
D) সুরাটে
সঠিক উত্তর: বোম্বে
02. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় কোথায় জন্মগ্রহণ করেছিল?
A) সিমলা
B) এলগিন রোড
C) জোড়াসাঁকো
D) কলুটোলা
সঠিক উত্তর: জোড়াসাঁকো
03. কোন দেশের রাজধানী মানামা?
A) বাহারিন
B) কুয়েত
C) ওমান
D) লেবানন
সঠিক উত্তর: বাহারিন
04. ভারতের বর্তমান সেনাপ্রধান কে?
A) নির্মল কুমার
B) ভি কে সিং
C) শংকর রায়চৌধুরী
D) অনন্ত কুমার
সঠিক উত্তর: ভি কে সিং
05. ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হল?
A) পুদুচেরি
B) সিকিম
C) গোয়া
D) কেরালা
সঠিক উত্তর: সিকিম
06. মনিপুর কে 'ভারতের মনি' কে বলতেন?
A) জওহরলাল নেহের
B) প্রফুল্ল ঘোষ
C) জাকির হোসেন
D) ইন্দিরা গান্ধী
সঠিক উত্তর: জওহরলাল নেহের
07. শ্রীলংকার জাতীয় পাখি কোনটি?
A) বনমোরগ
B) ময়ূর
C) উটপাখি
D)স্কাইলার্ক
সঠিক উত্তর: বনমোরগ
08. আমেরিকার জাতীয় খেলা কোনটি?
A) ফুটবল
B) ক্রিকেট
C) বেসবল
D) ভলিবল
সঠিক উত্তর: বেসবল
A) বনমোরগ
B) ময়ূর
C) উটপাখি
D)স্কাইলার্ক
সঠিক উত্তর: বনমোরগ
08. আমেরিকার জাতীয় খেলা কোনটি?
A) ফুটবল
B) ক্রিকেট
C) বেসবল
D) ভলিবল
সঠিক উত্তর: বেসবল
09. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
A) ভাগবত
B) বেদ
C) পুরান
D) মহাকাব্য
সঠিক উত্তর: বেদ
A) ভাগবত
B) বেদ
C) পুরান
D) মহাকাব্য
সঠিক উত্তর: বেদ
10. বেদের অপর নাম কী?
A) শ্রুতি
B) স্মৃতি
C) সাম
D)ঋক
সঠিক উত্তর: শ্রুতি
11.'লুসাই' কোন অঞ্চলের উপজাতি?
A) মনিপুর
B) ত্রিপুরা
C) নাগাল্যান্ড
D) মিজোরাম
সঠিক উত্তর: ত্রিপুরা
12. ভেমবানাদ কয়াল কোথায় অবস্থিত?
A) কেরালা
B) কর্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: কেরালা
13. কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন ?
A) কর্নেল হিক
B) জেমস রক
C) ওয়ারেন হেস্টিংস
D) কর্নেল কিক
সঠিক উত্তর: কর্নেল হিক
14. কলকাতা কর্পোরেশনের মেয়র পদে কে সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন ?
A) নেতাজি সুভাষচন্দ্র বসু
B) দেশবন্ধু চিত্ররঞ্জন দাস
C) ফজলুল হক
D) দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত
সঠিক উত্তর: দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত
15. অর্থনীতির জনক কাকে বলা হয় ?
A) অধ্যাপক স্যুমপিটার
B) অ্যাডাম স্মিথ
C) অধ্যাপক রিকার্ডো
D) নর্ম্যান বোরলাগ
সঠিক উত্তর: অ্যাডাম স্মিথ
16. কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোন ভূমিকা নেই ?
A) পাঞ্জাব
B) নাগাল্যান্ড
C) কেরালা
D) জম্মু ও কাশ্মীর
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর
17. পিতলের উপাদান হলো—
A) তামা ও টিন
B) তামা ও রুপা
C) তামা ও দস্তা
D) রুপা ও দস্তা
সঠিক উত্তর: তামা ও দস্তা
18. তরল অধাতু কোনটি ?
A) ব্রোমিন
B) বোরণ
C) কার্বন
D) আয়োডিন
সঠিক উত্তর: ব্রোমিন
19. যদুগোডা কোন ধাতু প্রাপ্তির কারণে বিখ্যাত ?
A) অ্যালুমিনিয়াম
B) ক্যালসিয়াম
C) ইউরেনিয়াম
D) তামা
সঠিক উত্তর: ইউরেনিয়াম
20. লাইম ওয়াটারে কী আছে ?
A) সোডিয়াম হাইড্রক্সাইড
B) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
C) সোডিয়াম কার্বনেট
D) ক্যালসিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: ক্যালসিয়াম হাইড্রক্সাইড
Read more :: RRB NTPC GK in Bengali Part 06
No comments:
Post a Comment