Breaking

Saturday, November 2, 2024

WBPSC Clearkship MCQ question in Bengali Part 09

WBPSC Clearkship MCQ question in Bengali Part 09
WBPSC Clearkship MCQ question in Bengali Part 09
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 09 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 09 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship MCQ question in Bengali Part 09

01. পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতা কে?
A) বল্লাল সেন
B) বরাহমিহির
C) হর্ষবর্ধন
D) অশ্বঘোষ
সঠিক উত্তর: বরাহমিহির

02. খালসা প্রথা কে চালু করেছিলেন?
A) গুরু গোবিন্দ সিং
B) গুরু নানক
C) গুরু তেগবাহাদুর
D) গুরু অঙ্গদ
সঠিক উত্তর: গুরু গোবিন্দ সিং

03. নিম্নলিখিতের মধ্যে ভারতের প্রথম রামসার সাইট কোনটি?
A) রেণুকা জলাভূমি
B) চিল্কা হ্রদ
C) পালা জলাভূমি
D) ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য
সঠিক উত্তর: চিল্কা হ্রদ

04. লাবনী কোন রাজ্যের লোকনৃত্য?
A) ঝাড়খন্ড
B) পশ্চিমবঙ্গ
C) মহারাষ্ট্র
D) আসাম
সঠিক উত্তর: মহারাষ্ট্র

05. Kudremukh National Park ভারতের কোথায় অবস্থিত?
A)অন্ধ্রপ্রদেশ
B) তামিলনাড়ু
C) কর্ণাটক
D) উত্তরাখণ্ড
সঠিক উত্তর: কর্ণাটক

06. Bor Tiger Reserve কোন রাজ্যে অবস্থিত?
A) মহারাষ্ট্র
B) তামিলনাড়ু
C) কর্ণাটক
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: মহারাষ্ট্র

07. 2024 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
A) রাশিয়া
B) ফ্রান্স
C) ভারত
D) ব্রাজিল
সঠিক উত্তর: ব্রাজিল

08. World AIDS Day কবে পালন করা হয়?
A) ৪ঠা সেপ্টেম্বর
B) ১৫ই অক্টোবর
C) ৫ই নভেম্বর
D) ব্রাজিল
সঠিক উত্তর: ব্রাজিল

09. আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
A) ১৮৭৫ সালে
B) ১৮৫৪ সালে
C) ১৮৪৯ সালে
D) ১৮৩০ সালে
সঠিক উত্তর: ১৮৭৫ সালে

10. Sitara Devi কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন?
A) মনিপুরী
B) ভরতনাট্যম
C) কথাকলি
D) কত্থক
সঠিক উত্তর: কত্থক

11. ডিউটেরিয়াম কোন মৌলের আইসোটোপ-
A) হাইড্রোজেন
B) আর্গন
C) লিথিয়াম
D) কার্বন
সঠিক উত্তর: হাইড্রোজেন

12. স্যাডলার কমিশন কবে গঠিত হয়?
A) ১৮৭৯ সালে
B) ১৯০০ সালে
C) ১৯১৭ সালে
D) ১৯৩০ সালে
সঠিক উত্তর: ১৯১৭ সালে

13. নিম্নের কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়?
A) থাইরক্সিন
B) অ্যান্টিডিউরেটিক হরমোন
C) অ্যাড্রিনালিন
D) সোমাটোট্রফিন হরমোন
সঠিক উত্তর: অ্যাড্রিনালিন

14. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন-
A) শ্রীগুপ্ত
B) চন্দ্রগুপ্ত
C) সমুদ্রগুপ্ত
D) স্কন্দগুপ্ত
সঠিক উত্তর: শ্রীগুপ্ত

15. হান্টার কমিশন কিসের সঙ্গে যুক্ত?
A) প্রত্যক্ষ কর
B) ব্যাঙ্কিং
C) শিক্ষা
D) শিল্প
সঠিক উত্তর: শিক্ষা

16. IBRD-এর সদর দফতর কোথায় অবস্থিত?
A) জেনেভা
B) প্যারিস
C) ওয়াশিংটন
D) কাঠমান্ডু
সঠিক উত্তর: ওয়াশিংটন

17. নিম্নলিখিত কোনটি Human Development Index প্রকাশকারী সংস্থা?
A) UNEP
B) UNDP
C) UNAP
D) UNFP
সঠিক উত্তর: UNDP

18. নিম্নের কোন নদীর তীরে অযোধ্যা অবস্থিত?
A) দামোদর
B) সরযূ
C) তিস্তা
D) নর্মদা
সঠিক উত্তর: সরযূ

19. খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল?
A) ১৫১১ সালে
B) ১৫২৭ সালে
C) ১৫৩৮ সালে
D) ১৫৪৩ সালে
সঠিক উত্তর: ১৫২৭ সালে

20. Sattriya Dance কোন রাজ্যের নৃত্য?
A) উত্তরপ্রদেশ
B) ওড়িশা
C) আসাম
D) মণিপুর
সঠিক উত্তর: আসাম

No comments:

Post a Comment