RRB NTPC GK in Bengali Part 08
RRB NTPC GK in Bengali Part 08 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 08 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব।
সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 08 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
RRB NTPC GK in Bengali Part 08
01. ধ্যানচাঁদ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
A) সাহিত্য
B) চলচ্চিত্র
C) সঙ্গীত
D) ক্রীড়া XNVN
সঠিক উত্তর:
02. রত্নাবলী গ্রন্থটি কার লেখা?
A) পাণিনি
B) হর্ষবর্ধন XVC
C) বল্লাল সেন
D) কালিদাস
সঠিক উত্তর:
03. গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথা থেকে?
A) গঙ্গোত্রী হিমবাহ
B) যমুনেত্রী হিমবাহ
C) জেমু হিমবাহ
D) সিয়াচেন হিমবাহ
সঠিক উত্তর: গঙ্গোত্রী হিমবাহ
04. সোডা ক্রিস্টাল নামে পরিচিত-
A) হাইড্রোজেন
B) সোডিয়াম কার্বনেট
C) ক্যালসিয়াম কার্বনেট
D) সোডিয়াম সালফেট
সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট
05. পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
A) উত্তরাখন্ড
B) কর্ণাটক
C) আসাম
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ
06. পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত এম ভেঙ্কাইয়া নাইডু কোন রাজ্যের বাসিন্দা?
A) তামিলনাড়ু
B) বিহার
C) তেলেঙ্গানা
D) অন্ধ্রপ্রদেশ
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ
07. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
A) নর্মদা
B) ভাগীরথী
C) কৃষ্ণা
D) গঙ্গা
সঠিক উত্তর: কৃষ্ণা
08. পরিব্রাজক গ্রন্থটি কার লেখা?
A) স্বামী বিবেকানন্দ
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) রাজা রামমোহন রায়
D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: স্বামী বিবেকানন্দ
09. প্রতি 1° দ্রাঘিমার সময়ের পার্থক্য কত?
A) ১ মিনিট
B) ৪ মিনিট
C) ৭ মিনিট
D) ৯ মিনিট
সঠিক উত্তর: ৪ মিনিট
10. মনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত?
A) ফুটবল
B) হকি
C) দাবা
D) টেনিস
সঠিক উত্তর: হকি
11.তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
A) ময়ূরক্ষী
B) গঙ্গা
C) ভাগীরথী
D) শতদ্রু
সঠিক উত্তর: ভাগীরথী
12. The Race of My Life – বইটি কার লেখা ?
A) মিলখা সিং
B) সুনীল ছেত্রী
C) শচীন টেন্ডুলকার
D) কপিল দেব
সঠিক উত্তর: মিলখা সিং
13. কলকাতা সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯৭১ সালে
B) ১৯৭২ সালে
C) ১৯৭৩ সালে
D) ১৯৭৪ সালে
সঠিক উত্তর: ১৯৭৪ সালে
14. কার্বনের কতগুলি আইসোটোপ থাকে?
A) ১ টি
B) ২ টি
C) ৩ টি
D) ৫ টি
সঠিক উত্তর: ৩ টি
15. সি ভি রমন কোন বিষয়ের নোবেল পুরস্কার পেয়েছিলেন?
A) গণিত
B) পদার্থবিজ্ঞান
C) ফিজিওলজি
D) রসায়ন
সঠিক উত্তর: পদার্থবিজ্ঞান
16. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলো উৎপাদন করা হয়?
A) গুজরাট
B) ঝাড়খণ্ড
C) রাজস্থান
D) ছত্তিশগড়
সঠিক উত্তর: গুজরাট
17. গুরুশিখর শৃঙ্গ কোন রাজ্যে রয়েছে?
A) মধ্যপ্রদেশ
B) গুজরাট
C) পাঞ্জাব
D) রাজস্থান
সঠিক উত্তর: রাজস্থান
18. বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়?
A) 5ই সেপ্টেম্বর
B) 7ই সেপ্টেম্বর
C) 8ই সেপ্টেম্বর
D) 9ই সেপ্টেম্বর
সঠিক উত্তর: 8ই সেপ্টেম্বর
19. বেরিবেরি রোগটি কোন ভিটামিনের অভাবে দেখা যায়?
A) ভিটামিন A
B) ভিটামিন B1
C) ভিটামিন B3
D) ভিটামিন D
সঠিক উত্তর: ভিটামিন B1
20. ভারতের ডায়মন্ড সিটি কোন শহরকে বলা হয়?
A) আহমেদাবাদ
B) মাদুরাই
C) সুরাট
D) জামশেদপুর
সঠিক উত্তর: সুরাট
Read more :: RRB NTPC GK in Bengali Part 07
No comments:
Post a Comment