Breaking

Monday, December 2, 2024

RRB NTPC GK in Bengali Part 08

RRB NTPC GK in Bengali Part 08
RRB NTPC GK in Bengali Part 08
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 08 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব। সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 08 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

RRB NTPC GK in Bengali Part 08

01. ধ্যানচাঁদ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
A) সাহিত্য
B) চলচ্চিত্র
C) সঙ্গীত
D) ক্রীড়া XNVN
সঠিক উত্তর: 

02. রত্নাবলী গ্রন্থটি কার লেখা?
A) পাণিনি
B) হর্ষবর্ধন XVC 
C) বল্লাল সেন
D) কালিদাস
সঠিক উত্তর: 

03. গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথা থেকে?
A) গঙ্গোত্রী হিমবাহ
B) যমুনেত্রী হিমবাহ
C) জেমু হিমবাহ
D) সিয়াচেন হিমবাহ
সঠিক উত্তর: গঙ্গোত্রী হিমবাহ

04. সোডা ক্রিস্টাল নামে পরিচিত-
A) হাইড্রোজেন
B) সোডিয়াম কার্বনেট
C) ক্যালসিয়াম কার্বনেট
D) সোডিয়াম সালফেট
সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট

05. পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
A) উত্তরাখন্ড
B) কর্ণাটক
C) আসাম
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ

06. পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত এম ভেঙ্কাইয়া নাইডু কোন রাজ্যের বাসিন্দা?
A) তামিলনাড়ু
B) বিহার
C) তেলেঙ্গানা
D) অন্ধ্রপ্রদেশ
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ

07. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
A) নর্মদা
B) ভাগীরথী
C) কৃষ্ণা
D) গঙ্গা
সঠিক উত্তর: কৃষ্ণা

08. পরিব্রাজক গ্রন্থটি কার লেখা?
A) স্বামী বিবেকানন্দ
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) রাজা রামমোহন রায়
D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: স্বামী বিবেকানন্দ

09. প্রতি 1° দ্রাঘিমার সময়ের পার্থক্য কত?
A) ১ মিনিট
B) ৪ মিনিট
C) ৭ মিনিট
D) ৯ মিনিট
সঠিক উত্তর: ৪ মিনিট

10. মনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত?
A) ফুটবল
B) হকি
C) দাবা
D) টেনিস
সঠিক উত্তর: হকি

11.তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
A) ময়ূরক্ষী
B) গঙ্গা
C) ভাগীরথী
D) শতদ্রু
সঠিক উত্তর: ভাগীরথী

12. The Race of My Life – বইটি কার লেখা ?
A) মিলখা সিং
B) সুনীল ছেত্রী
C) শচীন টেন্ডুলকার
D) কপিল দেব
সঠিক উত্তর: মিলখা সিং

13. কলকাতা সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৯৭১ সালে
B) ১৯৭২ সালে
C) ১৯৭৩ সালে
D) ১৯৭৪ সালে
সঠিক উত্তর: ১৯৭৪ সালে

14. কার্বনের কতগুলি আইসোটোপ থাকে?
A) ১ টি
B) ২ টি
C) ৩ টি
D) ৫ টি
সঠিক উত্তর: ৩ টি

15. সি ভি রমন কোন বিষয়ের নোবেল পুরস্কার পেয়েছিলেন?
A) গণিত
B) পদার্থবিজ্ঞান
C) ফিজিওলজি
D) রসায়ন
সঠিক উত্তর: পদার্থবিজ্ঞান

16. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলো উৎপাদন করা হয়?
A) গুজরাট
B) ঝাড়খণ্ড
C) রাজস্থান
D) ছত্তিশগড়
সঠিক উত্তর: গুজরাট

17. গুরুশিখর শৃঙ্গ কোন রাজ্যে রয়েছে?
A) মধ্যপ্রদেশ
B) গুজরাট
C) পাঞ্জাব
D) রাজস্থান
সঠিক উত্তর: রাজস্থান

18. বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়?
A) 5ই সেপ্টেম্বর
B) 7ই সেপ্টেম্বর
C) 8ই সেপ্টেম্বর
D) 9ই সেপ্টেম্বর
সঠিক উত্তর: 8ই সেপ্টেম্বর

19. বেরিবেরি রোগটি কোন ভিটামিনের অভাবে দেখা যায়?
A) ভিটামিন A
B) ভিটামিন B1
C) ভিটামিন B3
D) ভিটামিন D
সঠিক উত্তর: ভিটামিন B1

20. ভারতের ডায়মন্ড সিটি কোন শহরকে বলা হয়?
A) আহমেদাবাদ
B) মাদুরাই
C) সুরাট
D) জামশেদপুর
সঠিক উত্তর: সুরাট

No comments:

Post a Comment