Breaking

Thursday, December 26, 2024

RRB NTPC GK in Bengali Part 09

RRB NTPC GK in Bengali Part 09
RRB NTPC GK in Bengali Part 09
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 09 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব। সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 09 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

RRB NTPC GK in Bengali Part 09

01. ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত? A) সিন্ধু B) নর্মদা C) কাবেরী D) ব্রহ্মপুত্র সঠিক উত্তর: ব্রহ্মপুত্র 02. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? A) সিয়াচেন B) গঙ্গোত্রী C) জেমু D) কোনোটিই নয় সঠিক উত্তর: সিয়াচেন 03. গোটিপুয়া কোন রাজ্যের নৃত্য? A) মহারাষ্ট্র B) ওড়িশা C) কেরালা D) অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর: ওড়িশা 04. রাশিয়ার মুদ্রার নাম কি? A) রুপি B) দিনার C) ডলার D) রুবেল সঠিক উত্তর: রুবেল 05. Somasila Dam ভারতের কোন রাজ্যে অবস্থিত? A) মিজোরাম B) হরিয়ানা C) সিকিম D) অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ 06. রামেশ মিশ্র কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? A) সন্তুর B) সারেঙ্গি C) তবলা D) বাঁশি সঠিক উত্তর: সারেঙ্গি 07. মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি? A) দিনার B) পাউন্ড C) রিয়াল D) ডলার সঠিক উত্তর: ডলার 08. নন্দাদেবী কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ? A) তামিলনাড়ু B) সিকিম C) উত্তরাখণ্ড D) পশ্চিমবঙ্গ সঠিক উত্তর: উত্তরাখণ্ড 09. ফুটবল খেলার সঙ্গে যুক্ত নিম্নের কোন ট্রফিটি? A) বিজয় হাজারে ট্রফি B) ধ্যানচাঁদ ট্রফি C) সন্তোষ ট্রফি D) খৈতান ট্রফি সঠিক উত্তর: সন্তোষ ট্রফি 10. উলার লেকটি কোথায় অবস্থিত? A) জম্মু-কাশ্মীর B) লাদাখ C) হিমাচলপ্রদেশ D) সিকিম সঠিক উত্তর: জম্মু-কাশ্মীর 11. বেইজিং কোন দেশের রাজধানী? A) ভুটান B) ভিয়েতনাম C) জাপান D) চীন সঠিক উত্তর: চীন 12. ভারতের সবচেয়ে বৃহত্তম রামসার সাইট কোনটি? A) চিল্কা হ্রদ B) রেণুকা জলাভূমি C) সুন্দরবন D) যশবন্ত সাগর সঠিক উত্তর: সুন্দরবন 13. নিউইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? A) রাইন B) ইউফ্রেটিস C) টেমস D) হাডসন সঠিক উত্তর: হাডসন 14. আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? A) সরোদ B) তবলা C) সেতার D) বাঁশি সঠিক উত্তর: সরোদ 15. World Athletics Day কবে পালন করা হয়? A) ১২ই মার্চ B) ৭ই মে C) ২২শে জুলাই D) ২৯শে সেপ্টেম্বর সঠিক উত্তর: ৭ই মে 16. কোন রাজ্যের Khola Chili জিআই ট্যাগ পেয়েছে? A) কেরালা B) পাঞ্জাব C) মধ্যপ্রদেশ D) গোয়া সঠিক উত্তর: গোয়া 17. City of Destiny ভারতের কোন শহরকে বলা হয়? A) শ্রীনগর B) বিশাখাপত্তনম C) বেঙ্গালুরু D) আজমের সঠিক উত্তর: বিশাখাপত্তনম 18. লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? A) রাইন B) টাইগ্রিস C) টেমস D) হাডসন সঠিক উত্তর: টেমস 19. মানস জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? A) কেরালা B) উত্তরাখন্ড C) আসাম D) বিহার সঠিক উত্তর: আসাম 20. P. Shyam Nikhil কোন খেলার সঙ্গে যুক্ত? A) দৌড় B) দাবা C) কবাডি D) টেবিল টেনিস সঠিক উত্তর: দাবা

No comments:

Post a Comment