RRB NTPC GK in Bengali Part 09
RRB NTPC GK in Bengali Part 09 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 09 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব।
সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 09 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
RRB NTPC GK in Bengali Part 09
01. ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত?
A) সিন্ধু
B) নর্মদা
C) কাবেরী
D) ব্রহ্মপুত্র
সঠিক উত্তর: ব্রহ্মপুত্র
02. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
A) সিয়াচেন
B) গঙ্গোত্রী
C) জেমু
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সিয়াচেন
03. গোটিপুয়া কোন রাজ্যের নৃত্য?
A) মহারাষ্ট্র
B) ওড়িশা
C) কেরালা
D) অন্ধ্রপ্রদেশ
সঠিক উত্তর: ওড়িশা
04. রাশিয়ার মুদ্রার নাম কি?
A) রুপি
B) দিনার
C) ডলার
D) রুবেল
সঠিক উত্তর: রুবেল
05. Somasila Dam ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) মিজোরাম
B) হরিয়ানা
C) সিকিম
D) অন্ধ্রপ্রদেশ
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ
06. রামেশ মিশ্র কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
A) সন্তুর
B) সারেঙ্গি
C) তবলা
D) বাঁশি
সঠিক উত্তর: সারেঙ্গি
07. মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি?
A) দিনার
B) পাউন্ড
C) রিয়াল
D) ডলার
সঠিক উত্তর: ডলার
08. নন্দাদেবী কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ?
A) তামিলনাড়ু
B) সিকিম
C) উত্তরাখণ্ড
D) পশ্চিমবঙ্গ
সঠিক উত্তর: উত্তরাখণ্ড
09. ফুটবল খেলার সঙ্গে যুক্ত নিম্নের কোন ট্রফিটি?
A) বিজয় হাজারে ট্রফি
B) ধ্যানচাঁদ ট্রফি
C) সন্তোষ ট্রফি
D) খৈতান ট্রফি
সঠিক উত্তর: সন্তোষ ট্রফি
10. উলার লেকটি কোথায় অবস্থিত?
A) জম্মু-কাশ্মীর
B) লাদাখ
C) হিমাচলপ্রদেশ
D) সিকিম
সঠিক উত্তর: জম্মু-কাশ্মীর
11. বেইজিং কোন দেশের রাজধানী?
A) ভুটান
B) ভিয়েতনাম
C) জাপান
D) চীন
সঠিক উত্তর: চীন
12. ভারতের সবচেয়ে বৃহত্তম রামসার সাইট কোনটি?
A) চিল্কা হ্রদ
B) রেণুকা জলাভূমি
C) সুন্দরবন
D) যশবন্ত সাগর
সঠিক উত্তর: সুন্দরবন
13. নিউইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
A) রাইন
B) ইউফ্রেটিস
C) টেমস
D) হাডসন
সঠিক উত্তর: হাডসন
14. আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
A) সরোদ
B) তবলা
C) সেতার
D) বাঁশি
সঠিক উত্তর: সরোদ
15. World Athletics Day কবে পালন করা হয়?
A) ১২ই মার্চ
B) ৭ই মে
C) ২২শে জুলাই
D) ২৯শে সেপ্টেম্বর
সঠিক উত্তর: ৭ই মে
16. কোন রাজ্যের Khola Chili জিআই ট্যাগ পেয়েছে?
A) কেরালা
B) পাঞ্জাব
C) মধ্যপ্রদেশ
D) গোয়া
সঠিক উত্তর: গোয়া
17. City of Destiny ভারতের কোন শহরকে বলা হয়?
A) শ্রীনগর
B) বিশাখাপত্তনম
C) বেঙ্গালুরু
D) আজমের
সঠিক উত্তর: বিশাখাপত্তনম
18. লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
A) রাইন
B) টাইগ্রিস
C) টেমস
D) হাডসন
সঠিক উত্তর: টেমস
19. মানস জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) কেরালা
B) উত্তরাখন্ড
C) আসাম
D) বিহার
সঠিক উত্তর: আসাম
20. P. Shyam Nikhil কোন খেলার সঙ্গে যুক্ত?
A) দৌড়
B) দাবা
C) কবাডি
D) টেবিল টেনিস
সঠিক উত্তর: দাবা
Read more :: RRB NTPC GK in Bengali Part 08
No comments:
Post a Comment