RRB NTPC GK in Bengali Part 10 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি RRB NTPC GK in Bengali Part 10 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব।
সুতরাং আর দেরী না করে আজকের RRB NTPC GK in Bengali Part 10 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
RRB NTPC GK in Bengali Part 10
01. নিচের পন্ডিত যমজ শহর নয় ?
A) হায়দ্রাবাদ—সেকেন্দ্রাবাদ
B) দুর্গাপুর—আসানসোল
C) দিল্লি—নিউদিল্লি
D) কলকাতা—হাওড়া
সঠিক উত্তর: দিল্লি—নিউদিল্লি
02. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হবে ?
A) ২২ শে ডিসেম্বর
B) ২২ শে সেপ্টেম্বর
C) ৪ ঠা জানুয়ারি
D) ২১ শে জুন
সঠিক উত্তর: ৪ ঠা জানুয়ারি
03. শেরশাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কী ?
A) ওয়াজির
B) মুনসেফ
C) শিকদার-ই-শিকদারান
D) দেওয়ান-ই-রামানত
সঠিক উত্তর: ওয়াজির
04. আকবরের আমলে অর্থমন্ত্রীকে কী বলা হত ?
A) ভকিল
B) দেওয়ান
C) মিরবক্সী
D) সদর-ই-শিকদারান
সঠিক উত্তর: দেওয়ান
05. 'লাইফ ডিভাইন' গ্রন্থটির রচয়িতা কে?
A) বিবেকানন্দ
B) শ্রীরামকৃষ্ণ
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) শ্রী অরবিন্দ
সঠিক উত্তর: শ্রী অরবিন্দ
06. আটাকামা মরুভূমি কোথায়?
A) চিলি
B) ব্রাজিল
C) কলম্বিয়া
D) পেরু
সঠিক উত্তর: চিলি
07. জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন কোথায় বসে ?
A) বোম্বে
B) কলকাতা
C) লাহোর
D) সুরাটে
সঠিক উত্তর: বোম্বে
08. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় কোথায় জন্মগ্রহণ করেছিল ?
A) সিমলা
B) এলগিন রোড
C) জোড়াসাঁকো
D) কলুটোলা
সঠিক উত্তর: জোড়াসাঁকো
09. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেন ?
A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B) বিম্বিসার
C) বিন্দুসার
D) স্কন্দগুপ্ত
সঠিক উত্তর: বিন্দুসার
10. বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন ?
A) অমিত্রঘাত
B) একরাট
C) ভারতের রক্ষাকর্তা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অমিত্রঘাত
11. মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে ?
A) 1929 সালে
B) 1934 সালে
C) 1942 সালে
D) 1931 সালে
সঠিক উত্তর: 1929 সালে
12. কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
A) 1823
B) 1835
C) 1840
D) 1857
সঠিক উত্তর: 1835
13. ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতিটিকে সরলিকৃত করা হয় কোন খ্রিস্টাব্দের নাগরিকতা সংশোধনী আইন অনুসারে ?
A) 1955
B) 2000
C) 2003
D) 2008
সঠিক উত্তর: 2003
14. কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকারদ দ্বৈত নাগরিকতা প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে ?
A) 10 টি
B) 16 টি
C) 20 টি
D) 25 টি
সঠিক উত্তর: 16 টি
15. ELISA কোন রোগ নির্ণয়ের পদ্ধতি ?
A) ক্যান্সার
B) AIDS
C) যক্ষা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: AIDS
16. পেনিসিলিয়াম কোন শ্রেণিভুক্ত ?
A) শৈবাল
B) ছত্রাক
C) ব্যাকটেরিয়া
D) মস
সঠিক উত্তর: ছত্রাক
17. বায়ুতে বিভিন্ন গ্যাসের অনুপাত—
A) অজানা
B) নির্দিষ্ট
C) বিভিন্ন জায়গায় বিভিন্ন
D) শহরাঞ্চলের শিল্পায়নের ওপর নির্ভরশীল নয়
সঠিক উত্তর: বিভিন্ন জায়গায় বিভিন্ন
18. গাছপালা ধ্বংসের কারণে বায়ুতে কোন গ্যাসের পরিমাণ বাড়ছে ?
A) কার্বন ডাইঅক্সাইড
B) হাইড্রোজেন
C) ওজোন
D) নাইট্রোজেন
সঠিক উত্তর: কার্বন ডাইঅক্সাইড
19. কোন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী কলারসিপ পায়নি ?
A) 72%
B) 50%
C) 76%
D) 75%
সঠিক উত্তর: 76%
20. 8,24,36 এবং 54-র ল.সা.গু কত ?
A) 105
B) 216
C) 432
D) 54
সঠিক উত্তর: 216
Read more :: RRB NTPC GK in Bengali Part 09
No comments:
Post a Comment