Breaking

Tuesday, December 3, 2024

WBPSC Clearkship MCQ question in Bengali Part 13

WBPSC Clearkship MCQ question in Bengali Part 13
WBPSC Clearkship MCQ question in Bengali Part 13
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি WBPSC Clearkship MCQ question in Bengali Part 13 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের WBPSC Clearkship MCQ question in Bengali Part 13 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

WBPSC Clearkship MCQ question in Bengali Part 13

01. ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি?
A) Bandipur Tiger Reserve
B) Nameri Tiger Reserve
C) Bor Tiger Reserve
D) Ranipur Tiger Reserve
সঠিক উত্তর: Bor Tiger Reserve

02. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বার্ষিক আর্থিক বিবৃতির সঙ্গে সম্পর্কিত?
A) ১১০
B) ১১২ 
C) ১১৬
D) ১১৮
সঠিক উত্তর: ১১২

03. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়?
A) ২৮শে ফেব্রুয়ারি
B) ২৮শে মার্চ
C) ২৮শে সেপ্টেম্বর
D) ২৮শে নভেম্বর
সঠিক উত্তর: ২৮শে ফেব্রুয়ারি

04. মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
A) গঙ্গা
B) কাবেরী
C) নর্মদা
D) তাপ্তি
সঠিক উত্তর: নর্মদা

05. দুধসাগর জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) মেঘালয়
b) কর্ণাটক
c) মহারাষ্ট্র
d) গোয়া
সঠিক উত্তর: গোয়া

06. আলোর ক্ষুদ্রতম কণিকার নাম?
A) ফোটন কণা 
B) ক্রোটন কণা
C) প্রোটন কণা
D) ক্রিপটন কণা
সঠিক উত্তর: ফোটন কণা

07. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি?
A) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর 
B) নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর
C) তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর
D) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর
সঠিক উত্তর: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর 

08. HIV সংক্রমণের কারণে নিম্নের কোন রোগটি হয়?
A) প্লেগ
B) এইডস
C) জন্ডিস
D) টিউবারকোলোসিস
সঠিক উত্তর: এইডস

09. পুনর্নবীকরণযোগ্য শক্তি নিম্নের কোনটি?
A) পেট্রোলিয়াম
B) খনিজ তেল
C) কয়লা
D) জল 
সঠিক উত্তর: জল 

10. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি?
A) সোডিয়াম কার্বনেট
B) ক্যালসিয়াম কার্বনেট
C) সোডিয়াম হাইড্রক্সাইড
D) ক্যালসিয়াম অক্সাইড
সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট

11. জেরোফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়?
A) ভিটামিন A 
B) ভিটামিন B
C) ভিটামিন D
D) ভিটামিন K
সঠিক উত্তর: ভিটামিন A 

12. নিম্নের কোন দেশ সাহারা মরুভূমিকে স্পর্শ করেনা?
A) আলজেরিয়া
B) মিশর
C) লিবিয়া
D) নাইজার
সঠিক উত্তর: নাইজার

13. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি?
A) নন্দাদেবী
B) নীলগিরি
C) মানস
D) কানহা
সঠিক উত্তর: নীলগিরি

14. লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে রয়েছে?
A) ভারত ও চিন
B) ভারত ও বাংলাদেশ
C) ভারত ও পাকিস্তান
D) ভারত ও শ্রীলঙ্কা
সঠিক উত্তর: ভারত ও চিন

15. কোন রাজ্যের Charaideo Maidam ভারতের ৪৩ তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে?
A) আসাম
B) ঝাড়খন্ড
C) মধ্যপ্রদেশে
D) উত্তরাখণ্ড
সঠিক উত্তর: আসাম

16. Manika Batra কোন খেলার সঙ্গে যুক্ত?
A) কুস্তি
B) এয়ার পিস্তল
C) বক্সিং
D) টেবিল টেনিস 
সঠিক উত্তর: টেবিল টেনিস

17. বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
A) ১৭৫৮ সালে
B) ১৭৭৪ সালে
C) ১৭৯২ সালে
D) ১৮০২ সালে 
সঠিক উত্তর: ১৮০২ সালে

18. পান্না হীরক খনি ভারতের কোথায় অবস্থিত?
A) বিহার
B) উত্তরপ্রদেশ
C) মধ্যপ্রদেশ 
D) হরিয়ানা
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ

19. চক্রবর্তী রাজাগোপালাচারী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন?
A) ১৯৫২ সালে
B) ১৯৫৪ সালে 
C) ১৯৬০ সালে
D) ১৯৬২ সালে
সঠিক উত্তর: ১৯৫৪ সালে

20. ভারতের কোন রাজ্যকে Tiger state of India বলা হয়?
A) গুজরাট
B) পশ্চিমবঙ্গ
C) হিমাচল প্রদেশ
D) মধ্যপ্রদেশ 
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ 

No comments:

Post a Comment